অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কইফ সদ্যোজাত পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। পিতৃত্বের নতুন দায়িত্বকে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন ভিকি। ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্মের পর থেকে নায়ক শহরের বাইরে কোনো কাজে বের হননি। সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়েই তিনি ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত ও অনুভূতি প্রকাশ করেন।
ভিকি বলেন, “ছেলেকে বাড়িতে রেখে দূরে কোথাও যাওয়া খুব কষ্টের। যদিও ও হওয়ার পরে এটি প্রথমবার শহরের বাইরে এসেছি। বিশ্বাস করি, বড় হয়ে যখন ছেলে এই ভিডিও দেখবে, নিশ্চয়ই গর্ববোধ করবে।” এছাড়া তিনি জানিয়েছেন, রাতে ছেলের জন্য জাগতে তাঁর আনন্দ হচ্ছে। নায়ক যোগ করেন, “এখন মনে হচ্ছে অভিনয়ের চেয়ে ছেলের ডায়াপার বদলানো অনেক বেশি আনন্দের।”
বিয়ে থেকে সন্তানের জন্ম সব তথ্য ভিকি ও ক্যাটরিনা সমাজমাধ্যম থেকে আড়ালে রাখার চেষ্টা করেছেন। সন্তান হওয়ার পর থেকে ক্যাটরিনাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে সম্প্রতি বিবাহবার্ষিকীর ছবিতে নতুন মাকে দেখে অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন। আপাতত দর্শকরা সদ্যোজাতকে একঝলক দেখার অপেক্ষায় রয়েছেন।
আরপি/টিকে