শহীদ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের শীর্ষ গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সংঘটিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী কনকচাঁপা। তিনি বলেছেন, যারা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত, তারা কোনোভাবেই ওসমান হাদির আদর্শের অনুসারী হতে পারে না।
শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কনকচাঁপা লেখেন,“শহীদ ওসমান হাদির মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় যারা হামলা, ভাঙচুর, নৈরাজ্য ও অগ্নিসংযোগ করেছেন, তারা কখনওই ওসমান হাদির আদর্শের হতে পারে না।”
তিনি ওসমান হাদির মানবিক ও ন্যায়ভিত্তিক দর্শনের কথা স্মরণ করে বলেন, ওসমান হাদি বারবার বলেছেন “আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই।”
এছাড়া তিনি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ভালো ও সুস্থ সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানাতেন বলেও উল্লেখ করেন কনকচাঁপা।
সংগীতশিল্পী কনকচাঁপা স্পষ্ট ভাষায় বলেন,“শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহে যারা ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে, তারা কখনও শান্তিপূর্ণ দেশপ্রেমিক হতে পারে না।”
ফেসবুক পোস্টে সাম্প্রতিক আরেকটি সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক ব্যক্তিকে ধর্ম অবমাননার অভিযোগে নৃশংসভাবে হত্যার ঘটনা উল্লেখ করেন কনকচাঁপা।
তার ভাষায়,“যদি তিনি সত্যিই এমন কিছু করে থাকেন, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো ধার্মিক মানুষের কাজ হতে পারে না।”
পোস্টের শেষাংশে কনকচাঁপা দেশের সর্বস্তরের মানুষের প্রতি সংযম ও দায়িত্বশীলতার আহ্বান জানান। তিনি বলেন, ধর্ম, মত ও আদর্শ নির্বিশেষে সবাইকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সচেতন থাকতে হবে।
তিনি সতর্ক করে লেখেন,“কোনো ষড়যন্ত্রকারীর উসকানি, গুজব ও ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি করবেন না।”
এবি/টিকে