ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিতু কমল ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে একটি গভীর বক্তব্য শেয়ার করেছেন। তিনি বলেন, “অতিরিক্ত কোনও কিছুই ভালো নয়। না অতিরিক্ত সাহায্য করা, না সাহায্য নেওয়া। না ভালোবাসা, না অতিরিক্ত সম্মান দেখানো।”
এতে বোঝা যায়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুষমতা ও মধ্যপন্থা বজায় রাখাই শান্তি ও স্থায়িত্বের মূল চাবিকাঠি। তার দৃষ্টিতে, অতিরিক্ত কিছু করার চেষ্টা করলে প্রায়শই বিপরীত প্রভাব পড়ে; যেমন অতিরিক্ত সহানুভূতি কখনও ক্ষতি বা বোঝা তৈরি করতে পারে, আবার অতিরিক্ত সম্মান বা ভালোবাসাও সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে।
জিতু কমলের এই ভাবনা শুধু ব্যক্তিগত জীবন নয়, সামাজিক ও পেশাগত সম্পর্কেও প্রযোজ্য। তার বার্তা স্পষ্ট সীমা জানা এবং ভারসাম্য বজায় রাখাই জীবনের সঠিক পথ।
আরপি/টিকে