লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২১শে ডিসেম্বর) বিকেলে দুই দেশের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের বৈঠক শেষে তাকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা ডাঙ্গারপাড়া সীমান্তে একটি গরু চোরাচালানকারী দলকে ধাওয়া করতে গিয়ে ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলেন বিএসএফ ১৪৭ ব্যাটালিয়নের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য বেদ প্রকাশ। তিনি বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করলে বিজিবি তাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে।
এ ঘটনার পর রবিবার দুপুরে তিন বিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন এবং বিএসএফের পক্ষে ১৭৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ শুকলা।
বৈঠকে বিএসএফ কর্মকর্তা অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেন। এর প্রেক্ষিতে বিজিবি আটক সদস্যকে তার অস্ত্রসহ ফেরত দেয়।
এছাড়াও, বৈঠকে বিজিবি অধিনায়ক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি না চালিয়ে আটকের আহ্বান জানান, যার সাথে বিএসএফ একমত পোষণ করে। শীত মৌসুমে সীমান্তে চোরাচালান রোধে উভয় পক্ষ টহল জোরদার করার বিষয়েও সম্মত হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আইকে/টিএ