কটু কথা ও ব্যক্তিগত আঘাতের প্রসঙ্গে শক্ত বার্তা দিলেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক উক্তিতে তিনি বলেন, কটু কথা যদি কেউ উপেক্ষা করে উপভোগ করতে পারে, তবে প্রকৃত কষ্টটা তার নয়, বরং আঘাত করতে চাওয়া ব্যক্তিরই হয়। কারণ সে বুঝে যায়, তার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।
এই উক্তি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই এটিকে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা গভীর উপলব্ধি বলে মন্তব্য করছেন। বিশেষ করে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও কটাক্ষের প্রবণতা বাড়ার প্রেক্ষাপটে পরাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নতুন করে ভাবাচ্ছে মানুষকে।
ভক্তদের মতে, প্রতিক্রিয়া না দেখানোই অনেক সময় সবচেয়ে বড় প্রতিবাদ। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা এই অভিনেতার কথায় তাই স্পষ্ট হয়ে উঠেছে মানসিক দৃঢ়তা ও আত্মসম্মানের দর্শন। উক্তিটি ইতোমধ্যে অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।