জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজের ভাবনার কথা শেয়ার করেছেন। বাবাকে দেখেই তিনি কাজ আর সংসার ব্যালেন্স করার শিক্ষা পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তার ভাষায়, যেভাবে তিনি নিজের ঘর সামলান, ঠিক সেভাবেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে শতভাগ দেওয়ার চেষ্টা করেন, যেন দর্শকের সময় ও কষ্টের টাকা কোনোভাবেই নষ্ট না হয়।
কোয়েল মল্লিকের এই বক্তব্য প্রকাশের পর ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, তার এই দৃষ্টিভঙ্গি একজন শিল্পীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতারই প্রতিফলন।
শুধু অভিনয় নয়, পর্দার বাইরেও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার বিষয়টি উঠে এসেছে তার কথায়।
শিল্পীজীবনের পাশাপাশি সংসার সামলানোর অভিজ্ঞতা থেকে পাওয়া এই উপলব্ধি বর্তমান প্রজন্মের জন্যও অনুপ্রেরণার। কাজের প্রতি নিষ্ঠা ও দর্শকের প্রতি সম্মান—এই বার্তাই যেন স্পষ্ট করে দিয়েছেন কোয়েল মল্লিক।
আইআর/টিএ