ভারতীয় চলচ্চিত্র জগতে একের পর এক ইন্ডাস্ট্রি দখলে নিচ্ছেন উদীয়মান তারকা শ্রীলিলা। অল্প সময়ের মধ্যেই তেলুগু সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেত্রী এবার নতুন বছরে বড় পর্দায় আরও বিস্তৃত যাত্রার প্রস্তুতি নিচ্ছেন।
আগামী ১৪ জানুয়ারি তামিল ভাষার ছবি ‘পরশক্তি’-র মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হতে চলেছে শ্রীলিলার। নতুন বছরের শুরুতেই এই ছবিকে ঘিরে দর্শক ও নির্মাতাদের আগ্রহ তুঙ্গে। তামিল ইন্ডাস্ট্রিতে তাঁর প্রথম কাজ নিয়েই ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
এখানেই শেষ নয়। শ্রীলিলা নিজেই নিশ্চিত করেছেন, খুব শিগগিরই তিনি হিন্দি ছবির মাধ্যমেও বড় পর্দায় পা রাখতে চলেছেন। যদিও ছবির নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে অভিনেত্রীর ইঙ্গিতে বোঝা যাচ্ছে, এই প্রজেক্টটি হতে চলেছে বড় ও চমকপ্রদ।
তাঁর এই ঘোষণায় উচ্ছ্বসিত অনুরাগীরা।
এর পাশাপাশি তেলুগু সিনেমায় শ্রীলিলার ব্যস্ততা আগের মতোই রয়েছে। জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণের বিপরীতে বহুল প্রতীক্ষিত ছবি ‘উস্তাদ ভগৎ সিং’-এ তাঁর উপস্থিতি ইতিমধ্যেই নজর কেড়েছে। এই ছবির মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে শীর্ষ নায়িকাদের তালিকায় নিজের জায়গা আরও পোক্ত করছেন তিনি।
একই সময়ে তামিল, হিন্দি ও তেলুগু— তিন ভাষার ছবিতে ধারাবাহিকভাবে কাজ করে শ্রীলিলা নিজেকে সর্বভারতীয় দর্শকের সামনে তুলে ধরতে চলেছেন। ২০২৫ সালে তরুণ অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকা নামগুলোর একটি হয়ে উঠছেন তিনি বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।