কেট উইন্সলেট তিন যুগের ক্যারিয়ারে অসংখ্য আইকনিক সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন হলিউডের সফল অভিনেত্রী। তবে এবার নতুন পরিচয়ে দেখা যাবে কেট উইন্সলেটকে। প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছেন তিনি।
কেট পরিচালিত প্রথম সিনেমার নাম ‘গুডবাই জুন’। শুধু তাই নয় এই সিনেমায় তিনি একইসাথে অভিনয়, প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন। ছবিটির চিত্রনাট্য লিখেছেন তার ছেলে জো অ্যান্ডার্স।
নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গুডবাই জুন’ নিয়ে নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন কেট উইন্সলেট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ছবিতে একসঙ্গে অভিনয়, প্রযোজনা ও পরিচালনার দায়িত্ব সামলানো তার জন্য সহজ ছিল না।’
ছবিটির শুরুতে কেট উইন্সলেটের পরিকল্পনা ছিল শুধু অভিনয় ও প্রযোজক হিসেবে যুক্ত থাকার। কিন্তু পরে যখন তাকে পরিচালনার প্রস্তাব দেয়া হয় তখন তার কাছে মনে হয় তিনি এতগুলো দায়িত্ব একসাথে সামলাতে পারবেন না।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি একসঙ্গে অনেক কাজ করতে পারি। কিন্তু সিনেমায় তিন ধরনের ভূমিকায় কাজ করা আমার জন্য বেশি হয়ে যাচ্ছিল। পরে আমি নিজের চরিত্রের জন্য অন্য অভিনেত্রী খুঁজতে থাকলাম। এমন কয়েকজনের নামও বের করলাম যারা ওই চরিত্রে দারুণ মানিয়ে যেতেন। কিন্তু তখন নেটফ্লিক্স স্পষ্টভাবে আপত্তি জানায়।‘
‘তখন আমার ও মনে হল সিনেমাতে এত অসাধারণ অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ আমি কীভাবে ছাড়তে পারি।’
ছবিটি নিয়ে অভিজ্ঞতার কথা জানিয়ে কেট বলেন, ‘ছবিটা বাস্তব করে তুলতে আমাদের সত্যিই একটি পরিবারের মতো হয়ে উঠতে হয়েছিল। শুধু কাজ করে বাড়ি ফিরে যাওয়ার সুযোগ ছিল না।’
ছবির গল্প চার ভাইবোন ও তাদের বাবাকে ঘিরে। যারা মায়ের গুরুতর অসুস্থতার সময় নিজেদের পারিবারিক সম্পর্ক ও আবেগের টানাপোড়েনের মুখোমুখি হয়।
কেট উইন্সলেট ছাড়াও ছবিতে অভিনয় করেছেন হেলেন মিরেন, টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইজবরো ও টিমোথি স্পল সহ একঝাঁক তারকা।
বর্তমানে নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘গুডবাই জুন’। প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর আগামী ২৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।
আইআর/টিএ