শহীদ ওসমান হাদির গড়ে তোলা ইনকিলাব মঞ্চ তাদের আগামী দিনের দাবিও কর্মসূচি জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) বিকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির ১ দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয়নি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি।
পোস্টে বলা হয়, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এই প্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সোমবার দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শহীদ ওসমান হাদির গড়ে তোলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। সংগঠনটির মূল লক্ষ্য আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির খোলা বারান্দায় জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সমমনা কিছু তরুণকে নিয়ে ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন। সংগঠনটির মুখপাত্র ছিলে হাদি। তার কর্মনৈপুণ্যে অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে ইনকিলাব মঞ্চ পরিচিত পায়। অকালে ওসমান হাদি প্রাণ কেড়ে নেওয়ার পর বর্তমান সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন সদস্য সচিব আব্দুল সচিব আব্দুল্লাহ আল জাবের।
এমআর/টিকে