খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়, রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টার-এ হামলার দাবিও ভুয়া বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ‘খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়, রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া।’
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম আরো জানায়, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ ফেসবুকে আওয়ামীপন্থি অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রথমে দাবিগুলো ছড়ানো হয়। তবে, বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, রাজশাহীতে ডেইলি স্টারের কোনো অফিস নেই। গণমাধ্যমটির একজন সাংবাদিক বিষয়টি বাংলাফ্যাক্টকে নিশ্চিত করেছেন। তাছাড়া, উক্ত দাবি সম্বলিত পোস্ট প্রচারের সময় পর্যন্ত প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হামলার বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
আলোচিত পোস্টগুলোতে খুলনা ও চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনে হামলার দাবি করা হলেও সেখানে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, হাইকমিশনের সামনে বিক্ষোভ হওয়ার তথ্য পাওয়া যায়। এছাড়া, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ ও ইট-পাটকেল নিক্ষেপের খবর পাওয়া গেলেও পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে উত্তরায় ৩২টি দোকান ভাঙচুরের দাবিও সত্যতা পাওয়া যায়নি বলে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত-শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
সূত্র বাসস
টিকে/টিজে