বন্ধুত্ব, জীবনদর্শন আর পড়াশোনার চাপ এই তিনের মেলবন্ধনে যে সিনেমা একসময় গোটা প্রজন্মকে নাড়িয়ে দিয়েছিল, সেই ‘থ্রি ইডিয়টস’ আজও দর্শকের মনে দাগ কেটে আছে। সিনেমাটি মুক্তির এত বছর পরও কেন যেন বারবার ফিরে আসে র্যাঞ্চো, রাজু আর ফারহানের গল্প। আর সেই ভালোবাসার জায়গা থেকেই দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, এই কালজয়ী ছবির সিক্যুয়েল আসতে পারে। এবার সেই জল্পনাই নতুন মোড় নিল।
কারণ শোনা যাচ্ছে, ‘থ্রি ইডিয়টস’-এর পরবর্তী কিস্তির নাম হতে যাচ্ছে ‘ফোর ইডিয়টস’। পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। শুধু তাই নয়, গল্পের পরিসর আরও বড় করতে মূল তিন বন্ধুর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন চরিত্র চতুর্থ ‘ইডিয়ট’। সিনেমার নামের মতোই এবার র্যাঞ্চো, রাজু ও ফারহানের দলে যোগ হবে নতুন এক বন্ধু।
তবে সেই চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত নয়। তবে গুঞ্জন ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জল্পনা। অনেক দর্শকই মনে করছেন, এই চরিত্রে রণবীর কাপুরকে দেখা গেলে দারুণ মানাবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সিক্যুয়েলটিতে আগের মতোই নিজেদের পুরনো চরিত্রে ফিরছেন আমির খান, আর মাধবন ও শারমান জোশি এমনটাই জানা গেছে। নির্মাতা সূত্রের দাবি, গল্পকে আরও বিস্তৃত ও গভীর করতেই নতুন চরিত্রের সংযোজন।
এদিকে ২০০৯ সালে মুক্তি পাওয়া মূল সিনেমার অন্যান্য চরিত্রদেরও আবার পর্দায় ফেরার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কারিনা কাপুর খান তার আগের চরিত্রে ফিরবেন এমন আশা করছেন দর্শকেরা। নির্মাতারা জানিয়েছেন, এটি শুধুই নামের পরিবর্তনে নতুন কিস্তি নয়; বরং যেখানে প্রথম সিনেমার গল্প শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই আরও শক্তভাবে শুরু হবে নতুন গল্পের যাত্রা।
সব মিলিয়ে বলা যায়, যদি সত্যিই ‘ফোর ইডিয়টস’ বাস্তবায়িত হয়, তাহলে আবারও বড় পর্দায় ফিরতে পারে বন্ধুত্ব, স্বপ্ন আর জীবনকে নতুনভাবে দেখার এক আবেগঘন গল্প যার অপেক্ষায় রয়েছেন দর্শক।
কেএন/টিকে