অ্যাস্টন ভিলার বিপক্ষে লিগ ম্যাচে হারের দিনে চোটে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। প্রথমার্ধ শেষে মাঠ ছাড়তে হয় তাকে। তবে এই চোট নিয়ে বড় ধরনের দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ইউনাইটেড কোচ রুবেন আমোরিম। রোববারের ম্যাচে মর্গান রজার্সের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় অ্যাস্টন ভিলা।
এই জয়ের ফলে তারা লিগে টানা সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম ম্যাচে জয় তুলে নেয়।
ম্যাচ শেষে আমোরিম জানান, ব্রুনোর চোটটি গুরুতর নয়। এটি হালকা মাংসপেশির সমস্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলেননি কোচ।
আমোরিম বলেন, ‘আজ আমরা ভালো খেলেছি। ব্রুনোকে হারিয়েও দল দারুণ লড়াই করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফল আমাদের পক্ষে আসেনি।’
তিনি আরো বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেটা কেউ মনে রাখবে না। কারণ ফুটবলে শেষ পর্যন্ত ফলটাই সবাই মনে রাখে।’
এই ম্যাচে ইউনাইটেডের হয়ে অভিষেক হয় তরুণ শিয়া লেসি ও জ্যাক ফ্লেচারের। জ্যাক হলেন ক্লাবের সাবেক তারকা ড্যারেন ফ্লেচারের ছেলে।
আগামী ম্যাচ নিয়ে আমোরিম বলেন, ‘আমাদের হাতে যাদের আছে, তাদের নিয়েই প্রস্তুতি নিতে হবে। কোনো অজুহাত নেই। এই কঠিন সময়ই আমাদের আরো শক্ত করবে। হারের হতাশা থাকলেও দলে আত্মবিশ্বাস ধরে রাখার বার্তাই দিলেন ইউনাইটেড কোচ।
আরআই/টিএ