মাসখানেক আগেও স্বামী জেভ সাতারওয়ালার সঙ্গে প্রিয় পোষ্যদের নিয়ে মজার ভিডিও পোস্ট করেছিলেন ভারতীয় নৃত্যশিল্পী, অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। তাঁদের সম্পর্কে যে চিড় ধরেছে, ছবি বা ভিডিও দেখে বোঝার উপায় ছিল না। কলকাতা-মুম্বাই মিলিয়ে বেশ ভালোই সংসার সামলাচ্ছিলেন শ্রীনন্দা। মাঝেমধ্যেই পার্সি শ্বশুরবাড়ির আচার-অনুষ্ঠান, খাওয়াদাওয়া, রীতিনীতি তুলে ধরতেন সামাজিক মাধ্যমে।
বছর শেষ হওয়ার আগে হঠাৎই ছন্দপতন। ১৬ বছরের দাম্পত্যে ইতি টানলেন শ্রীনন্দা।
সামাজিক মাধ্যমে বিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি। শ্রীনন্দা লেখেন, ‘জেভ এবং আমি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘোষণা করছি।
আপনারা অনেকেই হয়তো অনুমান করতে পেরেছিলেন। কিন্তু এই সিদ্ধান্ত প্রকাশ্যে আনার আগে আমাদের কিছুটা সময় প্রয়োজন ছিল। জীবন কখনো কখনো আমাদের এমন অপ্রত্যাশিত মোড়ে এনে দাঁড় করায়। আমাদের তা সহজে মেনেও নিতে হয়।
সবশেষে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের উদ্দেশে, যারা এই ঝড়ঝাপ্টার সময়েও তাঁদের পাশে থেকেছেন এবং ভালোবেসেছেন। তবে এই খবর প্রকাশ্যে আসার পর কেউ যেন শ্রীনন্দা এবং তাঁর মা অর্থাৎ, নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করের প্রতিক্রিয়া পাওয়ার আশা না করেন, সে বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
জেভ এবং শ্রীনন্দার করা ভিডিও সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ছিল। তাঁদের অনুরাগীর সংখ্যাও কম নয়। তাঁরাও উপভোগ করতেন সে সব।
তবে শ্রীনন্দা লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু মুহূর্ত দেখে কোনওদিনই দাম্পত্যের আসল সত্যিটা বোঝা যায় না।
নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর এবং (প্রয়াত) আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা, দীর্ঘ দিনের প্রেমিক জেভ সাতারওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০০৯ সালে। জেভ পার্সি সম্প্রদায়ের মানুষ। তবে মনেপ্রাণে বাঙালি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে প্রায়শই তাঁদের রোজনামচার ভিডিও দেখা যায়। বাঙালি খাবার খাওয়া নিয়ে নানা মজার ভিডিও পোস্ট করেন শ্রীনন্দা। বাঙালি কন্যাকে বিয়ে করে পার্সি জেভ হয়ে উঠেছিলেন মিষ্টি দই-প্রেমী।
এমকে/এসএন