‘দ্য ভয়েজ’-এর সাবেক প্রতিযোগী হিসেবে বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণকারী জনপ্রিয় সংগীতশিল্পী কাতা হে’কে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি দু্ঘটনায় হত্যার পরোয়ানা জারি হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যেরে গুডলেটসভিল পুলিশ বিভাগ।
টিএমজেড’র বরাতে সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, গায়িকা কাতা হে’র ওকলাহোমার অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি জনসাধারণের আবেদনের পর কারাগারে নেয়া হয়েছে তাকে।
এ গায়িকা দুর্ঘটনার পর টেনেসি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ অবস্থায় তার অবস্থান শনাক্ত করার জন্য কর্তৃপক্ষ কয়েকদিন চেষ্টার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সপ্তাহের শুরুতে গুডলেটসভিল পুলিশ সোশ্যাল মিডিয়ায় গায়িকার একটি ছবি পোস্ট করে তাকে খুঁজে বের করতে জনসাধারণের সহায়তা আহ্বান করে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কাতা হে’র সঙ্গে একজন শ্বেতাঙ্গ পুরুষ ছিলেন। এতে কর্তৃপক্ষ নাগরিকদের কাছ থেকে কিছু উপায় খুঁজে পেয়েছিল এবং অবশেষে গায়িকাকে ধরতে তার অবস্থান শনাক্ত করতে সুবিধা হয় পুলিশের।
স্থানীয় কর্মকর্তারা পরে জানান, ওকলাহোমার বাসিন্দা গায়িকা গত ১৭ ডিসেম্বর ভোরে একজন শেরিফের ডেপুটির কাছে নিজ রাজ্যে গ্রেপ্তার হয়েছেন। পরে গুডলেটসভিল পুলিশ এক বিবৃতিতে তাকে গ্রেপ্তার করতে তথ্য দিয়ে সহযোগিতা করা নাগরিকদের ধন্যবাদ জানায়। একইসঙ্গে জানানো হয়, গায়িকা কাতা হে’কে টেনেসির ডেভিডসন কাউন্টিতে ফেরত পাঠানো হবে। সেখানেই বিচারাধীন অভিযোগের মুখোমুখি দাঁড় করানো হবে তাকে।
জানা গেছে, এ গায়িকার বিরুদ্ধে একটি উন্মুক্ত ডিইউআই মামলা রয়েছে। গত ১০ ডিসেম্বর ঘটনা ঘটার সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত এই অভিযোগের মুখোমুখি হতে হবে তাকে। এর মধ্যে রয়েছে- দুর্ঘটনাস্থল থেকে পালানোর কারণে আনুমানিক ১,৫০০ মার্কিন ডলারের বেশি সম্পত্তির ক্ষতি হয়েছে। আবার উন্মুক্তভাবে অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর পরোয়ানা একই ঘটনার সঙ্গে যুক্ত। যদিও এই দুর্ঘটনা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো কারণ কিংবা বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।
আরআই/টিএ