জাদু সম্রাট পিসি সরকারের মেজ মেয়ে অভিনেত্রী মৌবনী সরকারের গত মাসে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়েছে। চন্দননগরের ছেলে সৌম্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর আপাতত চুটিয়ে সংসার করছেন মৌবনী।

এর মধ্যে এ নবদম্পতি ঘুরতে গিয়েছিলেন দার্জিলিংয়ে। যদিও ইতোমধ্যে চন্দননগরের অলিগলি ঘোরা হয়ে গেছে নববধূর। আগামী দিনে প্যারিস যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জাদুকরকন্যা। অদূর ভবিষ্যতে হানিমুনে সেখানেই যাবেন তারা। তবে তার আগে উত্তরবঙ্গে মিনি হানিমুন সেরে এসেছেন এ তারকা দম্পতি।
এদিকে মৌবনী সরকারের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক নামিদামি তারকা। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি উপস্থিত না থাকলেও নবদম্পতিকে ভালোবাসা জানিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছেন, যা সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন অভিনেত্রী।
মৌবনী যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন— ‘মৌবনী এবং সৌম্য একসঙ্গে পথচলা শুরু করেছে। এই পথ যেন আরও সুন্দর হয়ে উঠুক এ কামনাই করি।'
নরেন্দ্র মোদি আরও লিখেছেন— একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় জীবনকে এগিয়ে নিয়ে চলুক ওরা। সারাজীবন একসঙ্গে কাটাক, আগামী প্রজন্মকে নিয়ে ভালো থাকুক। ভালোবাসা ও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য।
সামাজিক মাধ্যমে অভিনেত্রীর পোস্ট করা ছবিটি দেখে বেশ স্পষ্ট হয়ে যায় প্রধানমন্ত্রী আমন্ত্রিত ছিলেন তার বিয়েতে। কিন্তু কোনো কারণে তিনি আসতে পারেননি। প্রধানমন্ত্রীর তরফ থেকে এমন বার্তা পেয়ে আনন্দে আত্মহারা মৌবনী, সেটি সবার সঙ্গে শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— এর থেকে আর খুশি কিছুতেই হওয়া যায় না। আমার এবং সৌম্যর বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভালোবাসাসহ এই বার্তা পেয়ে ভীষণ খুশি। অনেক অনেক ধন্যবাদ আমাদের আশীর্বাদ করার জন্য। আমাদের তরফ থেকে আপনাকে প্রণাম জানাই।
এসএন