আগেই জানা গিয়েছিল চলতি মাসের শেষদিকে হাঁটুতে অস্ত্রোপচার করাবেন নেইমার জুনিয়র। সবঠিক থাকলে বাংলাদেশ সময় মধ্যরাতে অস্ত্রোপচার করানো হবে নেইমারের। ইতোমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
রোববার (২১ ডিসেম্বর) মধ্যরাতে নেইমার নিজের ইনস্টাগ্রামে হাসপাতালে ভর্তি হওয়ার একটি ছবি শেয়ার করেছেন নেইমার। যেখানে তাকে দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বেলো হরিজন্তেতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। যা অস্ত্রোপচারের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। জানা গেছে, নেইমারের অস্ত্রোপচার করবেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। নেইমারের সুস্থ হতে ৪ সপ্তাহ সময় লাগতে পারে।
কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরি যেন পিছু ছাড়ছে না নেইমার জুনিয়র। যার ফলে আসন্ন ২০২৬ বিশ্বকাপের ব্রাজিলের স্কোয়াডে থাকা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বকাপের আর মাত্র ৬ মাস বাকি, যেখানে দলে জায়গা পেতে কঠিন পরীক্ষা দিচ্ছে ফুটবলাররা। আর এই সময়ে ছুরি-কাচির নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নেইমার।
সবশেষ দুই মাসের মতো সময় চোটে বাইরে থাকার পর গত ৯ নভেম্বর ফ্লামেঙ্গোর বিপক্ষে সান্তোসের হয়ে আবারও একাদশে ফিরেছিলেন নেইমার। তবে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি; পুরো ম্যাচে মাত্র দুটি অন-টার্গেট শট নিতে পেরেছিলেন এবং ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে তাকে বদলি করে নেওয়া হয়।
এরপরই ৩৩ বছর বয়সী এই তারকা তীব্র সমালোচনার মুখে পড়েন, যা তার মানসিক স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে এবং তাকে সহায়তা নিতে বাধ্য করে। তবে পুরোপুরি সুস্থ না হয়েও সান্তোসের শেষ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলেছেন তিনি।
সেই তিন ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে সমালোচকদের চুপ করিয়ে দেন এবং নিজের ক্লাস আবারও প্রমাণ করেন। পুরো মৌসুম জুড়ে লড়াই করে সান্তোস শুধু অবনমন এড়ায়নি, বরং নেইমারের শেষ দিকের দুর্দান্ত ফর্মের কারণে কোপা সুদামেরিকানার টিকিটও নিশ্চিত করেছে। এরপরই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন নেইমার। আর এটিকে শেষ মিশনে হিসেবে দেখছেন তিনি।
আরআই/টিএ