বিপিএলের গত আসরে প্রথম ৮ ম্যাচ জিতে শিরোপার দৌড়ে বেশ এগিয়ে ছিল রংপুর রাইডার্স। তবে পরের ৫ ম্যাচে হারের ফলে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। এবার বিপিএল শুরুর দিন পাঁচেক আগেই রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোচ মিকি আর্থার। আসন্ন আসরে গত বিপিএলের পুনরাবৃত্তি চান না বলে জানিয়েছেন তিনি।
আজ (সোমবার) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে রংপুর। সেখানে হারের পর রংপুরের পারফরম্যান্স উন্নত করতে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন আর্থার, ‘আপনি সব সময়ই চাইবেন প্রথম থেকে প্রতিটি ম্যাচে জয় পেতে। গত বছর আমরা প্রথম আটটি ম্যাচে অপরাজিত ছিলাম, কিন্তু এরপর আর কোনো ম্যাচে জিততে পারিনি। আমরা যেন খাদের কিনারায় পড়ে যাই। এ বছর অবশ্যই এমন কিছু চাই না। ম্যানেজমেন্ট হিসেবে আমরা বসে আলোচনা করব যে গতবার কেন এমনটা হয়েছিল এবং এবার যেন তার পুনরাবৃত্তি না হয়।’
