দশ বছরের বিরতির পর আবারও একত্রে আলোচনায় এসেছিল ‘দেশু’ জুটি দেব-শুভশ্রী। তবে সম্প্রতি বক্স অফিসে ‘ধূমকেতু’র সাফল্যের সঙ্গে জড়িয়ে ওঠা বিতর্কে তাদের সম্পর্ক নিয়েও নানা কৌতূহল তৈরি হয়েছিল। নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি এবং দেবের নানা মন্তব্যের কারণে এই প্রাক্তন জুটির বন্ধুত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল।
সোমবার, ২২ ডিসেম্বর, পরমব্রত চট্টোপাধ্যায়ের পুত্র নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে দেব এবং শুভশ্রী একফ্রেমে উপস্থিত হন। এই অনুষ্ঠানে টলিপাড়ার শীর্ষ তারকা থেকে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, রাইমা সেন, অনুষা বিশ্বনাথন, পার্ণো মিত্রসহ আরও অনেকেই সেখানে হাজির ছিলেন। প্রযোজক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে।
এই বিশেষ অনুষ্ঠানে দেব-শুভশ্রী মুখোমুখি হলেও একে অপরকে এড়িয়ে যাননি। অতীত বিতর্ক ভুলে তাঁরা বন্ধুত্ব ঝালিয়ে নিতে দেখা গেল। পরমব্রত পুত্র নিষাদকে কোলে নিয়ে ব্যস্ত থাকলেও, শুভশ্রী হাসিমুখে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কুশল বিনিময় করেন। এদিন দেব হলুদ স্যুটে উপস্থিত ছিলেন, শুভশ্রী একাই এসেছিলেন কাজের ব্যস্ততার কারণে রাজ চক্রবর্তী আসতে পারেননি। এছাড়া রুক্মিণী মৈত্রকেও দেখা যায়নি, কারণ তিনি মুম্বইয়ে কর্মসূত্রে ছিলেন।
‘ধূমকেতু’ বিতর্কের রেশ কাটিয়ে এই মুহূর্তে টলিপাড়ার প্রাক্তন জুটি একে অপরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সম্পর্কের সুগভীরতা বজায় রাখার চেষ্টা করেছেন। সামনেই দাঁড়িয়ে, হাসিমুখে বিনিময় করা কুশল মঙ্গল যেন প্রমাণ করল বিগত অমিলের মধ্যেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রয়েছে।
এমকে/টিএ