বলিউড অভিনেতা ও বাস্তব জীবনের হিরো সোনু সুদ, যিনি করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে 'গরিবের মসিহা' হয়ে উঠেছেন, এবার মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এক ভিন্নধর্মী ও মানবিক মন্তব্য করলেন। অর্থনীতির কঠিন সমীকরণের মাঝেও তিনি দয়া ও পুণ্যের এক সহজ হিসাব মিলিয়ে দিলেন।
সোনু সুদ বলেন, "কে বলেছে মুদ্রাস্ফীতি এত বেশি? আজও, শহরের প্রতিটি মোড়ে, মাত্র এক টাকার বিনিময়ে আপনি অনেক আশীর্বাদ পেতে পারেন।"
সাধারণত মানুষ জিনিসপত্রের দাম বাড়া নিয়ে চিন্তিত থাকে। কিন্তু সোনু সুদ মনে করিয়ে দিলেন, রাস্তায় অসহায় মানুষকে সাহায্য করার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না। মাত্র এক টাকা সাহায্য দিলেই দরিদ্র মানুষের কাছ থেকে যে প্রাণভরা আশীর্বাদ পাওয়া যায়, তার মূল্য লাখ টাকার চেয়েও বেশি। দয়া ও মানবিকতার কোনো মুদ্রাস্ফীতি হয় না—সোনু সুদের এই বার্তাটি মানুষের বিবেককে নতুন করে নাড়া দিয়েছে।
এবি/টিকে