কুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পদধারী তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রোববার (২১ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের পদধারী তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মারুকা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান (৪০), গৌরীপুর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন (৪০) ও পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদক (৪৫)।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম দেশের একটি গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত তিনজনই বৈষম্যবিরোধী মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পদধারী নেতা। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইউটি