ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর। সোমবার সাইপ্রাসের প্রেসিডেন্ট ও গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নেতানিয়াহু জানান, সাম্প্রতিক সময়ে ইরানের চালানো সামরিক মহড়া ইসরায়েলের নজরে রয়েছে। ইরানি গণমাধ্যমের দাবি, তেহরান, ইসফাহান ও মাশহাদ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যদিও রাষ্ট্রীয় গণমাধ্যমে এর কোনো ভিডিও প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নেতানিয়াহু ইরান বিষয়ে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করবেন। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে হালনাগাদ গোয়েন্দা তথ্যও তিনি তুলে ধরবেন।
এর আগে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে আলোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের সাম্প্রতিক মহড়াগুলো আকস্মিক হামলার আড়াল হিসেবেও ব্যবহার হতে পারে।
এসকে/টিকে