ওপার বাংলার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী বরাবরই স্পষ্টভাষী। নিজের জীবনের আনন্দ, বিষাদ কিংবা একান্ত ভালোলাগার মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দ্বিধাবোধ করেন না তিনি। তবে সম্প্রতি তার একটি মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। এক ভিডিও বার্তায় গায়িকাকে প্রশ্ন করতে শোনা যায়, ‘জানি না এই সমাজ আমায় মেনে নেবে কি না।’
হঠাৎ কী এমন হলো যে সমাজ মেনে নেওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেন জাতীয় পুরস্কারজয়ী এই শিল্পী? ইমনের এমন প্রশ্নে নেটিজেনদের মনে কৌতুহল বাঁধতে শুরু করে। তবে পুরো ভিডিওটি দেখার পর মিলল সেই রহস্যের উত্তর। মূলত কোনো গাম্ভীর্য নয়, বরং কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতেই মজার ছলে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি ‘প্রজাপতি ২’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ইমন। যাত্রাপথে গাড়ির ভেতরে শীতের দাপটে নাজেহাল অবস্থা তার। পরনে ভারী জ্যাকেট, গলায় মাফলার আর চোখে লাল চশমা সব মিলিয়ে শীতের প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে রীতিমতো যুদ্ধ করছেন তিনি। ভিডিওতে তাকে কাঁপতে কাঁপতে বলতে শোনা যায়, ‘মুশকিলটা হচ্ছে আমার একদম ঠান্ডা ভালো লাগে না।’
যেখানে শীতকাল অনেকের কাছেই বছরের প্রিয় ঋতু কিংবা উদযাপনের সময়, সেখানে ইমনের এই ‘শীত-ভীতি’ তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। আর সেই সূত্র ধরেই মজার ছলে গায়িকা প্রশ্ন তুলেছেন, শীত অপছন্দ করার কারণে সমাজ তাকে বর্জন করবে কি না।
ইমনের এই খুনসুটি মাখা ভিডিওতে ভক্তরা নানা মন্তব্য করেছেন। কেউ তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন শীত তাদেরও দুশমন, আবার কেউ কেউ মিষ্টি রোদে শীত উপভোগ করার পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমনের এই ‘শীত-বিলাপ’ এখন বেশ চর্চায়।
পিএ/টিকে