এআই প্রযুক্তির বিরুদ্ধে নিউইয়র্ক টাইমস সাংবাদিকের মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। তবে এবার সেই অভিযোগে সরাসরি আদালতে গেলেন নিউইয়র্ক টাইমসের খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক জন ক্যারিরু। থেরানোস কেলেঙ্কারি ফাঁস করে আলোচনায় আসা এই সাংবাদিক গুগল, ওপেনএআই, মেটা, এক্সএআই, অ্যানথ্রোপিক ও পারপ্লেক্সিটির বিরুদ্ধে মামলা করেছেন।

সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। জন ক্যারিরুর সঙ্গে আরও পাঁচজন লেখক এই মামলায় যুক্ত হয়েছেন। তাদের অভিযোগ, অনুমতি ছাড়াই তাদের লেখা বই ব্যবহার করে এসব প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের এআই চ্যাটবট প্রশিক্ষণ দিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, লেখকদের কপিরাইট সুরক্ষিত বই ‘পাইরেটেড’ উপায়ে সংগ্রহ করা হয়েছে। পরে সেগুলো ব্যবহার করা হয়েছে বড় ভাষাভিত্তিক মডেল বা এলএলএম তৈরিতে। এই মডেল দিয়েই পরিচালিত হচ্ছে জনপ্রিয় সব এআই চ্যাটবট।

এই মামলা কয়েকটি কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে। প্রথমত, এই প্রথম ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইকে কপিরাইট সংক্রান্ত মামলায় আসামি করা হলো। দ্বিতীয়ত, লেখকেরা এখানে কোনো ক্লাস অ্যাকশন মামলায় যাননি। অর্থাৎ, তারা একত্রে বড় কোনো সমঝোতায় যেতে চান না।

মামলায় বলা হয়েছে, ক্লাস অ্যাকশন মামলা সাধারণত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পক্ষেই সুবিধাজনক হয়। এতে করে একসঙ্গে অনেক অভিযোগ কম টাকায় নিষ্পত্তি করা যায়। লেখকদের দাবি, এতে উচ্চমূল্যের হাজারো কপিরাইট দাবির ন্যায্য বিচার হয় না।

অভিযোগপত্রে আরও বলা হয়, এআই কোম্পানিগুলো যেন “খুচরা দামের” বিনিময়ে বিপুল কপিরাইট লঙ্ঘনের দায় এড়িয়ে যেতে না পারে।

এর আগে গত আগস্টে অ্যানথ্রোপিক একটি বড় সমঝোতায় পৌঁছায়। প্রতিষ্ঠানটি লেখকদের একটি ক্লাসের সঙ্গে ১৫০ কোটি ডলারের চুক্তি করে। অভিযোগ অনুযায়ী, সেই সমঝোতায় প্রতিটি লঙ্ঘিত কাজের জন্য লেখকেরা আইনে নির্ধারিত সর্বোচ্চ ক্ষতিপূরণের মাত্র ২ শতাংশ পেয়েছেন।

জন ক্যারিরু সেই সমঝোতাকেও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছিলেন। তার ভাষায়, এআই তৈরিতে বই চুরি করা ছিল অ্যানথ্রোপিকের “মূল পাপ”।

এই নতুন মামলাটি করেছে ফ্রিডম্যান নরম্যান ফ্রিডল্যান্ড আইন সংস্থার আইনজীবীরা। এই দলে রয়েছেন কাইল রোচে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জন ক্যারিরু নিজেই রোচেকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন।

এর আগে এক শুনানিতে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক উইলিয়াম অলসাপ রোচে সহ-প্রতিষ্ঠিত একটি আইন সংস্থার ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন। তবে নতুন মামলার বিষয়ে রোচে মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, মামলার বিষয়ে গুগল, ওপেনএআই, মেটা, এক্সএআই বা অ্যানথ্রোপিক-কোনো প্রতিষ্ঠানই তাৎক্ষণিক মন্তব্য করেনি।

বিশেষজ্ঞদের মতে, এআই প্রশিক্ষণে কপিরাইট ব্যবহারের প্রশ্নে এই মামলা বড় ধরনের দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। প্রযুক্তির অগ্রগতি আর সৃজনশীল শ্রমের অধিকার-এই দুইয়ের সংঘাত এখন নতুন এক মোড়ে দাঁড়িয়েছে।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

পডকাস্টে এবার কি বললেন অভিনেত্রী Dec 23, 2025
ভিডিও ভাইরাল, সেলিব্রিটি নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক Dec 23, 2025
সার্কাসের ঝলমলে মঞ্চে কিয়ারার নতুন লুক, দর্শকরা মুগ্ধ Dec 23, 2025
প্রযোজনা প্রতিষ্ঠান খোলার পথে তাসনিয়া ফারিণ Dec 23, 2025
বাবাকে নয়, মাকে উৎসর্গ করতে চাই জীবনের প্রথম পুরস্কার: আরিয়ান খান Dec 23, 2025
থামতে জানেন না শাকিব খান, বললেন নিজেই Dec 23, 2025
img
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ‘বিশ্ব হিন্দু পরিষদের’ বিক্ষোভ Dec 23, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে: সালাহউদ্দিন আহমদ Dec 23, 2025
বিশ্বকাপ জিততে না পারলে জুলাইতে আমাকে ধরবেন নেইমার Dec 23, 2025
হোয়াইট হাউজের নির্দেশনা মেনেই তৈরি হয় “ ফিফা শান্তি পুরস্কার” Dec 23, 2025
জার্মান বুন্দেসলিগায় রেকর্ড ভেঙ্গেই চলছেন হ্যারি কেইন Dec 23, 2025
নোয়াখালীতে খেলায় লক্ষ্মীপুরবাসী অনেক খুশি: হাসান মাহমুদ Dec 23, 2025
img
উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে Dec 23, 2025
img

টিএফআই সেলে গুম-নির্যাতন

শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু Dec 23, 2025
বিকাশ লিমিট পার! তাসনিম জারার নির্বাচনী ফান্ডে অনুদানের ব/ন্যা Dec 23, 2025
চোখের পাওয়ার বৃদ্ধি করার আমল | ইসলামিক টিপস Dec 23, 2025
জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত ঘোষণা ট্রাম্পের ক্ষোভে ফুঁসছে ডেনমার্ক Dec 23, 2025
ইউক্রেন যুদ্ধ বন্ধে বাধা দিচ্ছে ডিপ স্টেট মন্তব্য তুলশি গ্যাবার্ডের| Dec 23, 2025
হাদির ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্যের অভিযোগ Dec 23, 2025
ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে, উপকূলে আবারও তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র Dec 23, 2025