সিনেমা হলে ‘রেজে আর্ক’ এর সফল প্রদর্শনের পর, ‘চেইন'স ম্যান’ আবার অ্যাসাসিন্স আর্ক-এ ফিরছে। এই খবর চেইন'স ম্যান জাম্প ফিয়েস্টা ২০২৬ ইভেন্টে প্রথম টিজার ট্রেলার ও ভিজ্যুয়াল প্রকাশের মাধ্যমে জানানো হয়।
অ্যানিমেশন স্টুডিও মাপ্পা-এর তাতসুয়া ইয়োশিহারা পরিচালিত ‘চেইন'স ম্যান: দ্য মুভি-রেজে আর্ক’ এর টিমই এবার অ্যাসাসিন্স আর্কে কাজ করবে।
চিত্রনাট্য লিখেছেন হিরোশি সেকো, চরিত্র নকশা করেছেন কাজুতাকা সুগিয়ামা এবং সঙ্গীত পরিচালনা করেছেন কেনসুকে উশিও।
মূল ‘চেইন'স ম্যান’ টিভি অ্যানিমে মাপ্পা-তে রিউ নাকায়ামা পরিচালনা করেছিলেন। যা ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত হয়। এটি বর্তমানে ক্রাঞ্চাইরোলে স্ট্রিমিং-এর জন্য উপলব্ধ।
অ্যানিমেটির কাহিনিতে দেখা যায়, ঋণ মেটানোর চেষ্টার সময় প্রধান চরিত্রকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়।
পরবর্তীতে সে পোচিতার সাথে চুক্তি করে পুনরুত্থিত হয় এবং শয়তানের হৃদয় পেয়ে চেইন'স ম্যান নামে ফিরে আসে।
সূত্র: ক্রাঞ্চিরোল
এসকে/টিকে