সরকার সিমকার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে

নির্বাচনের আগে এক ব্যক্তির নামে সিমসংখ্যা আরো কমাচ্ছে সরকার। পয়লা জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ৫টি নতুন সিম নিতে পারবেন মোবাইল গ্রাহকরা। আর যাদের নামে ৬ থেকে ১০টি সিম কার্ড রয়েছে, সেই সংখ্যাও পাঁচে নামানো হবে ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তে বরাবরের মতোই আপত্তি তুলেছেন মোবাইল অপারেটররা।



এদিকে সিম ব্যবহারে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। যেখানে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশগুলো।

রাস্তাঘাটে মোবাইল সিম কেনার সময় গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী। যা দিয়ে অবৈধভাবে নিবন্ধন হচ্ছে অতিরিক্ত সিম।

অনিয়মের বিষয়টি ধরা পড়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পর্যালোচনায়। নিয়ন্ত্রক সংস্থা বলছে, এক দিনেই একজন গ্রাহক দুইয়ের বেশি সিম কিনছেন। যা অস্বাভাবিক।

অক্টোবরে বিটিআরসির সর্বশেষ প্রকাশিত তথ্য মতে দেশে বর্তমানে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার।

এর মধ্যে গ্রামীণফোনের ৮ কোটি ৫৯ লাখ, রবি আজিয়াটার ৫ কোটি ৭৫ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৭৯ লাখ এবং টেলিটকের ৬৬ লাখ ৭০ হাজার গ্রাহক রয়েছেন। ২০২৪ সালের অক্টোবরে সিম ব্যবহারকারীসংখ্যা ছিল ১৮ কোটি ৯৯ লাখ। ২০২৩-এর অক্টোবরে ১৮ কোটি ৯৬ লাখ, ২০২২ সালে এ সময়ে ১৮ কোটি ১৬ লাখ, ২০২১ সালে ১৮ কোটি ১৩ লাখ। গত ১০ বছরে সিম ব্যবহারকারী সংখ্যা বেড়েছে সাড়ে পাঁচ কোটি।

২০১৫ সালে দেশে সিম ব্যবহারকারী গ্রাহক ছিলেন ১৩ কোটি ৩৭ লাখ।

যেটি পাঁচ বছরে অর্থাৎ ২০২০-এ বেড়ে দাঁড়ায় ১৭ কোটিতে।

দেশে সিম ব্যবহারের অপব্যবহার ঠেকাতে সিম বন্ধ করে দেওয়ার কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। তার অংশ হিসেবে গত আগস্টে এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে নিজ দায়িত্বে বাতিল (ডি-রেজিস্ট্রার) বা মালিকানা পরিবর্তনে নোটিস দেয় বিটিআরসি।

সংস্থাটির একটি সূত্রে জানা যায়, বাংলাদেশে ২৬ কোটি ৬৩ লাখ নিবন্ধিত সিম রয়েছে, যার মধ্যে প্রায় ১৯ কোটি সিম সক্রিয় রয়েছে। এ সংখ্যা ২০ কোটির বেশি হবে। বাকি সিমগুলো নিবন্ধিত কিন্তু নিষ্ক্রিয়। গত আগস্ট পর্যন্ত সক্রিয় এক ব্যক্তির ১০টির বেশি সিম ছিল ৬৭ লাখ। গত তিন মাসে প্রায় ১৫ লাখ সিম গ্রাহক স্বেচ্ছায় বাতিল করেছেন। বাকি রয়েছে ৫০-৫৩ লাখ সিম। সেগুলো যেহেতু তিন মাসেও বাতিল করা হয়নি তাই সংশ্লিষ্ট অপারেটরদের মাধ্যমে বাতিল করা হবে।

এ বিষয়ে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান বলেন, ‘‌আমরা তিন মাস সময় দিয়েছিলাম ডি-রেজিস্ট্রেশন করতে, কিন্তু যেসব গ্রাহক এটি করেন নাই তাদের সক্রিয় সিম ডি-রেজিস্ট্রেশন করা হবে। কি পরিমাণ সিম ডি-রেজিস্ট্রেশন হয়নি সেটা দেখে বাতিল করা হবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, ‘পয়লা জানুয়ারিতে যিনি নতুন করে সিম নিবন্ধন করতে যাবেন, তার নামে পাঁচটির বেশি সিম নিবন্ধন করা হবে না।’

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মনোবলকে হাতিয়ার বানান: কোয়েল মল্লিক Dec 23, 2025
img
সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ : চমক Dec 23, 2025
জুমার দিনের দুয়া কবুলের ২টি সময় Dec 23, 2025
img
মালদ্বীপে সাগরতীরে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান Dec 23, 2025
ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম, ভক্তদের আনন্দের খবর. Dec 23, 2025
img
বিশ্বের সবচেয়ে বয়সী ফুটবলার ক্লাব বদলাচ্ছেন Dec 23, 2025
‘গেম চেঞ্জার’ সালাহ, ইনজুরি টাইমের গোলে মিশরের জয় Dec 23, 2025
img
নেইমারের ক্যারিয়ারে নতুন মোড় Dec 23, 2025
img
এক ওভারে পাঁচ উইকেট তুলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নজির স্থাপন Dec 23, 2025
img
বড়দিনে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একাধিক সিনেমা Dec 23, 2025
ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম, ভক্তদের আনন্দের খবর Dec 23, 2025
img
নিজের দেশের সমস্যায় মনোযোগ দেওয়া উচিত ট্রাম্পের: মাদুরো Dec 23, 2025
শোবিজে আলোচনার কেন্দ্রবিন্দু আরশ ও তিশা, ভক্তদের উচ্ছ্বাস Dec 23, 2025
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে জিতেছে আল-হিলাল ও আল-আহলি Dec 23, 2025
জুমার দিনের দুয়া কবুলের ২টি সময় | ইসলামিক জ্ঞান Dec 23, 2025
img
৫ বছর পর বাগদানের পোশাক নিয়ে মুখ খুললেন মিম Dec 23, 2025
img
৭ দেশে স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন Dec 23, 2025
img
তারেক রহমানকে স্বাগত জানাতে রাজশাহী থেকে যোগ দেবেন ৩৫ হাজার নেতাকর্মী Dec 23, 2025
img
‘বারাণসী’-তে পারিশ্রমিক নিলেন না মহেশ বাবু, বাকিদের পারিশ্রমিক কত? Dec 23, 2025
img
লোহিত সাগর তীরে বিলাসবহুল দ্বীপে রোনালদোর ২ ভিলা Dec 23, 2025