৫৮ বছর বয়সেও থামছেন না কাজুয়োশি মিউরা। ‘কিং কাজু’ নামে পরিচিত জাপানের এই চিরসবুজ স্ট্রাইকার পেশাদার ফুটবলে নিজের ৪১তম মৌসুম শুরু করতে যাচ্ছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানিজ লিগের তৃতীয় স্তরের দল ফুকুশিমা ইউনাইটেডে যোগ দিচ্ছেন তিনি। গত মৌসুমে চতুর্থ স্তরের ক্লাব অ্যাথলেটিকো সুজুকার হয়ে খেলেছিলেন মিউরা।
সেখান থেকে এক বছরের জন্য ধারে ফুকুশিমা ইউনাইটেডে যাওয়ার কথা রয়েছে তার। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মিউরার জার্সি নম্বর ‘১১’-এর প্রতি সম্মান জানিয়ে তার ক্লাব বদলের ঘোষণা সাধারণত ১১ জানুয়ারি সকাল ১১টা ১১ মিনিটে দেওয়া হয়। আগামী ফেব্রুয়ারিতে ৫৯ বছরে পা দেবেন সাবেক জাপান জাতীয় দলের এই ফুটবলার।
গত মৌসুমে সুজুকার হয়ে সাতটি ম্যাচ খেলেন তিনি। তবে লিগে দ্বিতীয় সর্বনিম্ন স্থানে থেকে শেষ করে প্লে-অফে হেরে জাপানের আঞ্চলিক লিগে নেমে যায় দলটি।
১৯৮৬ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মিউরা। এরপর ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পর্তুগালের বিভিন্ন ক্লাবেও খেলেছেন তিনি।
১৯৯৩ সালে জে লিগ শুরুর সময় জাপানে ফুটবল জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল মিউরার।
১৯৯০ সালে জাপান জাতীয় দলে অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করলেও ১৯৯৮ সালে দেশের প্রথম বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তিনি। জাপানে যা তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে মাঠে থাকা কাজুয়োশি মিউরা এখনো প্রমাণ করে চলেছেন, বয়স শুধু একটি সংখ্যা।
আরআই/টিএ