টলিউড জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবনের অনুপ্রেরণা সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বাবাকে দেখেই তিনি কাজ এবং ব্যক্তিগত জীবন সামলানোর নিখুঁত ভারসাম্য শিখেছেন। কোয়েল বলেন, যেমনভাবে তার বাবা ঘর সামলাতেন এবং পরিবারকে গুরুত্ব দিতেন, তেমনভাবে তিনি ক্যামেরার সামনে পুরো মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করেন। তার উদ্দেশ্য শুধুমাত্র পারফর্ম করা নয়, বরং দর্শকের সময় ও কষ্টের টাকা মূল্যবান হিসেবে ধরে রাখাই তার মূল লক্ষ্য।
অভিনেত্রীর এই মন্তব্য থেকে বোঝা যায়, পেশাদারিত্ব এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য তার জীবনের মূল নীতি। কোয়েল মল্লিক মনে করেন, কাজের প্রতি নিষ্ঠা এবং পরিবারের প্রতি দায়বদ্ধতা একে অপরকে পরিপূরক করে, যা একজন শিল্পীকে সত্যিকারের শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যায়।
আরপি/এসএন