‘যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রণয় ভার্মা’

জনকূটনীতি বিষয়ক মহাপরিচালক মাহবুবুল আলম বলেছেন, ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় ভাঙচুর এবং নিরাপত্তাজনিত বিষয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার এইচ ই প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেন, এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাসও দিয়েছেন ভার্মা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 


 তিনি বলেন, ভারতের ভিসা সংক্রান্ত কার্যক্রম শুরু হলে পরে জানাবো হবে।
 
এর আগে সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও রেসিডেন্সের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এইচ ই প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পরিসীমার বাইরে এবং রেসিডেন্সের সামনে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
 
 বাংলাদেশ সরকার কূটনৈতিক স্থাপনায় পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাই ঝুঁকির মুখে ফেলে না বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।
 
এ সময় বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় ।
 
 পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী কূটনৈতিক কর্মী ও স্থাপনার মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবেএমন প্রত্যাশা করছে বাংলাদেশ।
 
এদিকে বাংলাদেশকে ঘিরে টানা কয়েকদিন ধরে উত্তেজনা ছড়াচ্ছে ভারতের একাধিক শহরে। কলকাতা, শিলিগুড়ি থেকে শুরু করে রাজধানী দিল্লি প্রতিটি জায়গাতেই বাংলাদেশের কূটনৈতিক ও ভিসা সংক্রান্ত অফিস ঘিরে বিক্ষোভ, প্রতিবাদ এবং কড়া নিরাপত্তার ছবি সামনে আসছে। প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগই এই আন্দোলনের কেন্দ্রবিন্দু। এদিন কলকাতায় শতাধিক বিক্ষোভকারী শিয়ালদহ থেকে পদযাত্রা শুরু করেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে। ‘হিন্দু হুঙ্কার পদযাত্রা’ নামে এই মিছিলের আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ।
 
জানা যায়, ধর্ম অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে একজন পোশাকশ্রমিককে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ চলছে। স্থানীয় একজন কর্মকর্তা জানান, মঙ্গলবারের (২৩ ডিসেম্বর) বিশাল এই বিক্ষোভকে কেন্দ্র করে ১৫ হাজার পুলিশ সদস্যের ‘শক্তিশালী ফোর্স’ মোতায়েন করা হয়েছে। ওই কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশন থেকে প্রায় ৮০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে রাখতে সক্ষম হয়েছে পুলিশ।

আরপি/এসএন
 

Share this news on:

সর্বশেষ

img
বিপিএলে একই দলে মাঠে নামবেন বাবা ও ছেলে Dec 23, 2025
img
হাদি হত্যা: মূল অভিযুক্তের ব্যাংক হিসাব নিয়ে আদালতের নতুন নির্দেশনা Dec 23, 2025
img
রোহিত শর্মার বিনোদন দুনিয়ায় পা রাখা নিয়ে শুরু জল্পনা Dec 23, 2025
img
ঈশ্বরের চেয়ে তো মোদী ভাল, উনি অন্তত মানুষের খেয়াল রাখেন: জাভেদ আখতার Dec 23, 2025
img
বাংলাদেশের দীপু হত্যাকাণ্ডে ক্ষুব্ধ মুনাওয়ার ফারুকী Dec 23, 2025
img
৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী পুতুল Dec 23, 2025
img
নির্বাচনের কথা বলায় আমাদের অনেকেই খোঁটা দিয়েছেন: মির্জা ফখরুল Dec 23, 2025
img
লাওসে ফেরি দুর্ঘটনায় প্রাণহানি ২, নিখোঁজ অনেকে Dec 23, 2025
img
হিলিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা Dec 23, 2025
img
কপিল শর্মা ও প্রিয়াঙ্কার ফ্লার্টিং ক্লিপ নিয়ে বিতর্ক Dec 23, 2025
img
বগুড়ায় জামায়াতের ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Dec 23, 2025
img
কোনো চাপের কাছে নতিস্বীকার করবে না সরকার: শিক্ষা উপদেষ্টা Dec 23, 2025
img
ডাকসুর জিএস ও এজিএসের বাগদান কাল Dec 23, 2025
img
এজেন্ট সন্দেহে উত্তর কোরিয়ার ১৮০০ চাকরির আবেদন বাতিল করল আমাজন Dec 23, 2025
img
আমার ছেলেকে আমি তারকা হতেই দেব না : শাহরুখ খান Dec 23, 2025
img
ফের রেকর্ড ভাঙলো সোনার দাম Dec 23, 2025
img
বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব Dec 23, 2025
img
স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ, অধিনায়ক সাবিনা Dec 23, 2025
img
ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ চীনের Dec 23, 2025
img
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার Dec 23, 2025