আল নাস্রের জন্য সুখবর। গোল ডটকমের খবর, সৌদি আরবের ক্লাবটির ওপর থেকে খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।
খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞায় থাকা ক্লাবগুলোর তালিকা গত শুক্রবার হালনাগাদ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। আল নাস্রের নামও ছিল সেখানে।
তবে ক্লাবটি নিয়ম পুরোপুরি মেনে চলায় তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে নতুন খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে তারা।
আল নাস্রের নিষেধাজ্ঞার সঠিক কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সৌদি সংবাদমাধ্যমের খবর, ২০২৩ সালের অগাস্টে ম্যানচেস্টার সিটি থেকে এমেরিক লাপোর্তকে দলে নেওয়ার চুক্তির অংশ হিসেবে ঠিকমতো অর্থ পরিশোধ না করায় তাদের শাস্তি দেওয়া হয়েছিল।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আল নাস্রের কাছ থেকে ২০২৫ সালের ৩১ অগাস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির ৯০ লাখ ইউরো পাওয়ার কথা ছিল। সেটা নির্ধারিত সময়ে না দেওয়ায় আল নাস্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ক্রিস্তিয়ানো রোনালদো আল নাস্রে যোগ দেওয়ার কয়েক মাস পর, ২০২৩ সালের জুলাই মাসেও ক্লাবটিকে একইরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
এই মৌসুমে সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাস্র। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা।
আরআই/টিএ