বলিউড কিং শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি কখনওই পুত্র আরিয়ান খানকে তারকা হতে দেবেন না। ‘দিলওয়ালে’ ছবিমুক্তির আগে করা এই মন্তব্য সম্প্রতি আবার আলোচনায় এসেছে।
শাহরুখের যুক্তি অনুযায়ী, এই মন্তব্য মূলত মজার ছলে করা হয়েছিল। তিনি বলেন, “আমি আমার পুত্রকে কখনও আমার মতো তারকা হতেই দেব না। আমি মাঝে মাঝে মজা করে নানা রকম মন্তব্য করি, যা মজা হিসাবেই নেওয়া উচিত। এতে কোনও গভীর অর্থ নেই।”
২০২৫ সালে আরিয়ান খানের নিজের পরিচিতি আরও শক্ত হয়েছে। তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ ওটিটি দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। সিরিজের সহ-অভিনেতারা জানিয়েছেন, আরিয়ান মাটির মানুষ; তারকাসন্তান হওয়ার কোনো অহংকার নেই তাঁর মধ্যে। সকলের সঙ্গে হাসিমুখে কাজ করতে ভালোবাসেন তিনি।
এমকে/টিএ