বলিউডের শাহেনশাহ এবং জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন, যিনি নিজের দীর্ঘ কেরিয়ারে বহু চড়াই-উতরাই এবং প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েও হার মানেননি, সাফল্যের এক অদম্য মন্ত্র শেয়ার করলেন।
তিনি মনে করেন, অন্যের কথায় নিজের ক্ষমতা বিচার করা বোকামি।
অমিতাভ বচ্চন বলেন, "যখন সবাই বলবে, আপনার দ্বারা কিছু হবে না, তখন নিজের সীমানা নিজে ঠিক করে নিন। যে মন থেকে উড়তে চায়, তাকে কেউ আটকাতে পারে না।"
জীবনে চলার পথে অনেকেই হতাশার বাণী শোনায় বা নিরুৎসাহিত করে। বিগ বি-র পরামর্শ, সেই সময় কানে তুলো দিয়ে নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। আপনার দৌড় কতদূর, তা ঠিক করার অধিকার একমাত্র আপনারই। যার মনে ওড়ার স্বপ্ন আর বুকে সাহস আছে, তাকে পৃথিবীর কোনো শক্তিই আটকে রাখতে পারে না। হতাশাগ্রস্ত তরুণ প্রজন্মের কাছে তাঁর এই বাণী এক বিরাট সঞ্জীবনী সুধা।
এমআর/টিএ