মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে আটক করা ট্যাংকারগুলোতে থাকা অপরিশোধিত তেল, সেইসাথে জাহাজগুলোও রেখে দেবে বা বিক্রি করবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে পদত্যাগের জন্য ওয়াশিংটনের চাপ অব্যাহত থাকার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এলো।
সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের সাথে কথা বলার সময়, ট্রাম্প তেল সম্পর্কে বলেন, ‘হয়তো আমরা এটি বিক্রি করব বা আমরা এটি রাখব। অথবা আমরা এটি কৌশলগত রিজার্ভে ব্যবহার করতে পারি। আমরা জাহাজগুলোও রাখছি।’
ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তারা মাদক-সম্পর্কিত অপরাধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তেলের রাজস্ব ব্যবহার করে। এই অভিযোগে ট্যাঙ্কারগুলো ও জাহাজগুলো অবরোধ করেছে তারা। অন্যদিকে কারাকাস এই জব্দকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা জানিয়েছে।
মার্কিন সেনাবাহিনী এই মাসে দুটি তেল ট্যাংকার আটক করেছে, যার মধ্যে শনিবারের একটিও রয়েছে।
মার্কিন উপকূলরক্ষী বাহিনী ভেনেজুয়েলার তৃতীয় তেল ট্যাংকারটির পিছনে ধাওয়া অব্যাহত রাখার পর ট্রাম্প তার সর্বশেষ সতর্কতা জারি করেন।
এমআর/এসএন