এ ভূখণ্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডই নির্ধারণ হবে : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স–ফ্রেডেরিক নিলসেন মঙ্গলবার জোর দিয়ে বলেছেন, স্বায়ত্তশাসিত এই ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে সব সিদ্ধান্ত গ্রিনল্যান্ডেই নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ‘জাতীয় নিরাপত্তার’ স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। ট্রাম্পের মন্তব্যের পরই নিলসেন এ কথা বলেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে নিলসেন বলেন, ‘গ্রিনল্যান্ড আমাদের দেশ। আমাদের সিদ্ধান্ত এখানেই নেওয়া হয়।’

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প বারবার বলে আসছেন, সম্পদসমৃদ্ধ এই স্বায়ত্তশাসিত ভূখণ্ডটি নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রের ‘প্রয়োজন’, এবং তা নিশ্চিত করতে বলপ্রয়োগের সম্ভাবনাও তিনি নাকচ করেননি।
ট্রাম্প রবিবার লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। এ সিদ্ধান্তে ডেনমার্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং কোপেনহেগেনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে।
ফ্লোরিডার পাম বিচে সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার। খনিজ সম্পদের জন্য নয়।’

তিনি বলেন, ‘আমাদের এটা চাইতেই হবে,’ এবং যোগ করেন যে ল্যান্ড্রি ‘এই উদ্যোগের নেতৃত্ব দিতে চেয়েছেন’। নিয়োগের পরপরই ল্যান্ড্রি ঘোষণা দেন, তিনি ডেনমার্কের এই ভূখণ্ডকে ‘যুক্তরাষ্ট্রের অংশ’ করতে চান।
নিজের পোস্টে নিলসেন বলেন, গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্পের নতুন করে আগ্রহের কথা শুনে তিনি ‘দুঃখিত’।

তিনি লেখেন, ‘এ ধরনের বক্তব্য আমাদের দেশকে শুধু নিরাপত্তা ও ক্ষমতার প্রশ্নে সীমাবদ্ধ করে ফেলে। আমরা নিজেদের এভাবে দেখি না, এবং গ্রিনল্যান্ডকে এভাবে বর্ণনা করা যায় না বা করা উচিতও নয়।’
তিনি পরিস্থিতি মোকাবিলায় ‘শান্ত ও মর্যাদাপূর্ণ’ অবস্থান নেওয়ার জন্য গ্রিনল্যান্ডের জনগণকে ধন্যবাদ জানান এবং অন্যান্য সরকারের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিলসেন বলেন, ‘এই সমর্থন প্রমাণ করে যে আমরা এখানে একা নই।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন সোমবার বলেন, এই পদক্ষেপে তিনি ‘ভীষণভাবে ক্ষুব্ধ’ এবং ওয়াশিংটনকে ডেনমার্কের সার্বভৌমত্ব সম্মান করার আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নও ডেনমার্কের প্রতি তাদের ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো মঙ্গলবার বলেন, গ্রিনল্যান্ড ‘তার জনগণেরই’। তিনি এক্সে লেখেন, ‘ইউরোপীয়দের সঙ্গে একাত্ম হয়ে আমি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করছি।’ ডেনমার্ক ও গ্রিনল্যান্ড—উভয় পক্ষের নেতারাই বারবার জোর দিয়ে বলেছেন, এই বিশাল দ্বীপটি বিক্রির জন্য নয় এবং এর ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবে।

চলতি বছরের জানুয়ারিতে করা এক জনমত জরিপ অনুযায়ী, গ্রিনল্যান্ডের প্রায় ৫৭ হাজার মানুষের অধিকাংশ ডেনমার্ক থেকে স্বাধীনতা চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। গত আগস্টে, ট্রাম্পের ঘনিষ্ঠ অন্তত তিনজন মার্কিন কর্মকর্তা গ্রিনল্যান্ডের রাজধানী নুকে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করা নিয়ে মানুষের মনোভাব জানতে চাইলে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছিল।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
৩ সরকারি দপ্তরে দুর্নীতি দমন কমিশনের অভিযান Dec 24, 2025
img
২৯ ঘণ্টায় ডা. তাসনিম জারার ফান্ড রেইজিং লক্ষ্যমাত্রা পূরণ Dec 24, 2025
img
তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল লিবিয়ার সেনাপ্রধানের Dec 24, 2025
img
লিবিয়ার সেনাপ্রধান আল-হাদদাদকে বহনকারী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন Dec 24, 2025
img

চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনাল

আপনি কথায় কথায় দাঁড়িয়ে যান কেন? Dec 24, 2025
img
আমজনতার দলের সদস্য হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়ামী লীগ নেতা Dec 24, 2025
img
২ ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি Dec 24, 2025
img
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড Dec 24, 2025
ফের রাজপথে আজমেরী হক, শিল্পী সমাজের সক্রিয় বার্তা Dec 24, 2025
ভিন্ন ধাঁচে ‘ডিসেম্বর মুড’-এ জয়া আহসান Dec 24, 2025
সহিংসতায় উদ্বিগ্ন দেব, শান্তির পক্ষে দৃঢ় অবস্থান Dec 24, 2025
খনিজ সম্পদ নয় জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড লাগবে: ট্রাম্প Dec 24, 2025
“মুক্তিযুদ্ধ বাংলাদেশের”—কর্নেল হাসিনুরের কথার সঙ্গে একমত পোষণ মুক্তিযোদ্ধা সৈয়দ ইবরাহিমের Dec 24, 2025
পাকিস্তানের কাছে লজ্জাজনক হারের ব্যাখ্যা চায় বিসিসিআই Dec 24, 2025
ভারত সাহায্য চেয়েছে, বিস্ফোরক দাবি পাকিস্তানের সাবেক তারকার Dec 24, 2025
ঢাকার কোচিং প্যানেলে স্থানীয় কোচদের আধিক্য Dec 24, 2025
img
বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস: নাহিদ ইসলাম Dec 24, 2025
img
কাবুলের রাস্তায় একা হাঁটতে পারেন না রশিদ খান Dec 24, 2025
img
ব্যাটিং পেলেন না সাকিব, গালফ জায়ান্টসকে ৮ উইকেটে হারাল এমআই এমিরেটস Dec 24, 2025
img
এ ভূখণ্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডই নির্ধারণ হবে : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী Dec 24, 2025