আগামী মাসে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সীমিত ওভারের দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউইরা। দুই সিরিজের স্কোয়াডে ফিরেছেন একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর পাঁচ টি-টোয়েন্টি খেলবে দুই দল৷ এই সিরিজের পরপরই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডে সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।
দুই ফরম্যাটের দলে ফিরেছেন একাধিক সিনিয়র খেলোয়াড়। টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন ম্যাট হেনরি, মার্ক চ্যাপম্যান। দুই ফরম্যাটের দলে ফিরেছেন কাইল জেমিসন। সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, বেভান জ্যাকবস, টিম রবিনসন, মিচেল রে ও জেডন লেনক্স।
ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, বিশ্রাম অথবা চোটের কারণে দলে নেই কেইন উইলিয়ামসন, জ্যাকব ডাফি, রাচিন রবীন্দ্র, উইল ও'রুর্কে ও ব্লেয়ার টিকনার। ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলাচ্ছে নিউজিল্যান্ড ৷
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার আশাবাদী এই সিরিজ দিয়ে বিশ্বকাপের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা।তিনি বলেন, ' উপমহাদেশে খেলা স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডে আমরা যা অভ্যস্ত তার থেকে অনেক আলাদা। তাই আমাদের খেলোয়াড়দের সেই কন্ডিশনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে কোন সুযোগই ভালো কিছু হতে পারে, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।'
টি-টোয়েন্টি স্কোয়াড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, ইশ সোধি।
ওয়ানডে স্কোয়াড : মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, মিচ হে, কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং।
এমআর/টিকে