চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনাল

আপনি কথায় কথায় দাঁড়িয়ে যান কেন?

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল। আওয়ামী লীগের শাসনামলে র‌্যাবের এ বন্দিশালায় গুম রাখা হয়েছিল ভিন্ন মতাদর্শের লোকদের। করা হয়েছিল নির্যাতনও।

গুম-নির্যাতনের দায়ে মানবতাবিরোধী অপরাধের এমনই এক মামলায় ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রয়েছেন সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তা, যারা একসময় দায়িত্ব পালন করেছিলেন র‌্যাবে। তবে অভিযোগ গঠনের আদেশ নিয়ে বাগবিতণ্ডায় জড়ান প্রসিকিউশন-আসামিপক্ষের আইনজীবীরা। তাদের থামাতে হস্তক্ষেপে বাধ্য হন আদালত।

গুমের এ মামলায় ১৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল ২৩ ডিসেম্বর। এদিন দুপুর সোয়া ১২টায় এজলাসকক্ষে ওঠেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিচারকার্যের শুরুতেই আসামিদের হয়ে চাওয়া আইনজীবীদের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এরপর প্রসিকিউশনের আনা সুনির্দিষ্ট চারটি অভিযোগ পড়ে শোনানো হয় কাঠগড়ায় থাকা ১০ আসামিকে। এসব পড়া শেষে তাদের দোষী নাকি নির্দোষ জিজ্ঞেস করেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বিচারকের এমন প্রশ্নে দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করেন প্রত্যেকে। ঠিক তখনই এক সেনাকর্মকর্তা বলেন, “আমরা নিরপরাধ। আমাদের কোনো দোষ নেই। এ আদালতের মাধ্যমে আমরা ইনসাফ পাবো বলে দৃঢ় বিশ্বাস রয়েছে।”

তাদের কথা শেষে ধন্যবাদ জানিয়ে চেয়ারে বসতে বলেন বিচারক মোহিতুল হক। অভিযোগের ভিত্তি থাকায় মামলার ১৭ আসামির বিরুদ্ধেই বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়। তবে সূচনা বক্তব্য শুরুর আগে প্রস্তুতি নিতে তিন মাস সময় চান গ্রেপ্তার সাত সেনা কর্মকর্তার আইনজীবী তাবারক হোসেন।

শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ট্রাইব্যুনালকে এই আইনজীবী বলেন, “প্রসিকিউশন থেকে আমাদের অনেক নথিপত্র দেওয়া হয়েছে। এসব পড়ে বুঝতে হবে। প্রসিকিউশনের সাক্ষীরা কী বলেছেন তা-ও পড়তে হবে। একইসঙ্গে ঘটনাস্থল (টিএফআই সেল) পরিদর্শন করতে হবে। এছাড়া লিখিত আদেশ পাওয়ার পর ফরমাল চার্জে (আনুষ্ঠানিক অভিযোগ) বিরুদ্ধে রিভিউ বা পুনর্বিবেচনার আবেদনের কথাও জানানো হয়। কিন্তু পর্যাপ্ত সময় না পেলে যথাযথ প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।”
তাবারক হোসেনের এমন আর্জিতে বিচারপতি শফিউল আলম মাহমুদ বলেন, “সময় দেওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিক অভিযোগ গঠন আদেশের বিরুদ্ধে রিভিউর (পুনর্বিবেচনা) আবেদনের গ্রাউন্ড (কারণ) বিবেচনায় নেওয়া যেতে পারে।”

বিচারপতি শফিউল আলম মাহমুদের এমন কথায় আপত্তি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বসা থেকে দাঁড়িয়ে অনেকটা উচ্চস্বরে বলে ওঠেন, “প্রসিকিউশনের কথা শুনে অর্ডার দিতে হবে। ওনি (তাবারক হোসেন) রিভিউ করবেন, সেজন্য কি ট্রায়াল বসে থাকবে?”

তখন চিফ প্রসিকিউটরের উদ্দেশে বিচারপতি শফিউল আলম মাহমুদ বলেন, “আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যেভাবে কথা বলেন, আদালতে এভাবে কথা বলে না। যতক্ষণ না আদেশ পাস করা হচ্ছে, আপনি এভাবে কথা বলতে পারেন না। আমরা কথা বলবো।আপনি কথা বন্ধ করবেন? আমরা অর্ডার দিয়েছি?”

তাদের কথা শুনে আদেশ দেওয়ার কথা বলেন চিফ প্রসিকিউটর। একপর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, “চিফ প্রসিকিউটর, আপনি বসেন।” আর বিচারপতি শফিউল আলম মাহমুদ বলেন, “আমরা কি আপনাকে শুনি না? আপনি কথায় কথায় দাঁড়িয়ে যান কেন?”

তখন চিফ প্রসিকিউটর বলেন, “আপনি যদি অর্ডার পাস করে দেন।” জবাবে বিচারপতি শফিউল আলম মাহমুদ বলেন, “প্রসিকিউশনের কথা না শুনে আমরা কোনো দিন আদেশ পাস করিনি।” একপর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, “একজন শেষ না করতে আরেকজন দাঁড়িয়ে যাওয়া খুবই অপ্রত্যাশিত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশা করবে ট্রাইব্যুনাল।”

এরপর আসামিপক্ষের আইনজীবীদের প্রস্তুতি নেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়ার কথা জানান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। তবে চূড়ান্ত আদেশ দেওয়ার আগে নিজের কথা শোনার জন্য বলেন চিফ প্রসিকিউটর। পরে তার বক্তব্য উপস্থাপনের জন্য বলেন আদালত।

এ সময় তাজুল ইসলাম বলেন, “ট্রাইব্যুনাল আইনে আনুষ্ঠানিক অভিযোগ গঠন থেকে সূচনা বক্তব্যের দিন পর্যন্ত ন্যূনতম তিন সপ্তাহ বা ২১ দিন সময় দেওয়ার কথা বলা হয়েছে। তাই এই তিন সপ্তাহের বেশি সময় যেন না দেওয়া হয়। কারণ এই মামলা ড্র্যাগ (ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা) করতে চাইছে আসামিপক্ষ। যেন বিচার না হতে পারে।”

একপর্যায়ে তিনি বলেন, “সাক্ষীদের হত্যা করা হচ্ছে। চাকু মারা হচ্ছে। মৃত্যুঝুঁকির মধ্যে ট্রায়াল করতে হচ্ছে। বেশি সময় চাওয়ার উদ্দেশ্য ভালো নয়। যে পরিস্থিতি তৈরি হচ্ছে যদি সাক্ষীকে মেরে ফেলে, তাহলে বিচার করবেন কীভাবে।” চিফ প্রসিকিউটর যখন ডায়াসে দাঁড়িয়ে কথা বলছিলেন, তখন পাশে দাঁড়িয়ে কথা বলেন আইনজীবী তাবারক হোসেন। তিনি বলেন, “চিফ প্রসিকিউটরের কথা সঠিক নয়। আমরা বিচারকে দীর্ঘায়িত করার চেষ্টা করছি না। যেটুকু সময় প্রয়োজন, তা-ই চাইছি। আমরাও অভিযোগ করতে পারি চিফ প্রসিকিউটর তাড়াহুড়ো করে বিচার করতে চাইছেন।”

এ সময় আইনজীবী তাবারকের উদ্দেশ্যে চিফ প্রসিকিউটর বলেন, “আপনি বসেন। আপনি এখানে কথা বলছেন কেন।” এরপর ট্রাইব্যুনাল উভয়পক্ষের বক্তব্য শুনে এ মামলায় সূচনা বক্তব্য শুরুর আগে চার সপ্তাহ সময় দেন। অর্থাৎ আগামী ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়। একই দিন সাক্ষ্যগ্রহণ হওয়ারও কথা রয়েছে।

এদিন সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

শেখ হাসিনা ছাড়া পলাতক অন্যরা হলেন- তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে প্রসিকিউটর শাইখ মাহদী বলেন, “শুধুমাত্র আইনের কথাটুকুই বলেছেন চিফ প্রসিকিউটর। আইনে বলা আছে কোনো আনডিউ ডিলে এলাও করা যাবে না। আগেও কখনও হয়নি। এখনও সেটা যেন না করা হয় সেটিই তিনি বারংবার কোর্টকে বলেছেন।”

ট্রাইব্যুনালে উত্তপ্তবাক্য বিনিময় নিয়ে তিনি বলেন, “কথা তো হবেই। কথা হওয়ার জন্যই তো আদালত। এখানে অনাকাঙ্ক্ষিত বা কোনো পরিবেশ তৈরি হওয়ার এমন কিছু ঘটেনি। স্বাভাবিক যে কথাবার্তা বা আর্গুমেন্টস হয়, এই আর্গুমেন্টসগুলোর জন্যই আদালত, এই আর্গুমেন্টসই হয়েছে।”

আইনজীবী তাবারক হোসেন বলেন, “আমরা ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে কথা বলি। কিন্তু ওনি (চিফ প্রসিকিউটর) কি বলতে পারেন, ‘আপনি বসেন’? ট্রাইব্যুনালকে বলেছি যে আমরা সবাই যেন শিষ্টাচার বজায় রাখি। ট্রাইব্যুনাল বলেছেন যে এ ধরনের বিষয় যেন ভবিষ্যতে আর না ঘটে।”

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
অ্যাশেজ শেষ প্যাট কামিন্সের, বিশ্বকাপেও অনিশ্চিত! Dec 24, 2025
img
মেসিকে গান শোনাতে লন্ডন থেকে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা গায়কের Dec 24, 2025
img
দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ Dec 24, 2025
img
ভারতের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করবে পাকিস্তান Dec 24, 2025
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের Dec 24, 2025
img
পাকিস্তানি ক্রিকেটার মির্জা তাহিরকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস Dec 24, 2025
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনালের ধমক Dec 24, 2025
শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে জাকসুর নতুন পদক্ষেপ Dec 24, 2025
img
তফসিলের পরও কিছু রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে: গোলাম পরওয়ার Dec 24, 2025
img
গুরুতর অভিযোগে ডাকেটের বিরুদ্ধে তদন্ত শুরু ইসিবির Dec 24, 2025
img
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার Dec 24, 2025
img
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় আটক আরও ১১ আসামি Dec 24, 2025
img
নিরাপত্তা শঙ্কায় চিন্নাস্বামীতে খেলা হচ্ছে না কোহলির Dec 24, 2025
img
বক্সিং ডে টেস্টের আগে ব্রুককে পরামর্শ দিলেন রিকি পন্টিং Dec 24, 2025
img

বাগেরহাট-৩ আসনের জামায়াত প্রার্থী

হিন্দুদের পাশে জামায়াত অতীতেও ছিল, আগামীতেও থাকবে Dec 24, 2025
img
৩ সরকারি দপ্তরে দুর্নীতি দমন কমিশনের অভিযান Dec 24, 2025
img
২৯ ঘণ্টায় ডা. তাসনিম জারার ফান্ড রেইজিং লক্ষ্যমাত্রা পূরণ Dec 24, 2025
img
তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল লিবিয়ার সেনাপ্রধানের Dec 24, 2025
img
লিবিয়ার সেনাপ্রধান আল-হাদদাদকে বহনকারী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন Dec 24, 2025
img

চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনাল

আপনি কথায় কথায় দাঁড়িয়ে যান কেন? Dec 24, 2025