আয়ারল্যান্ডের বিপক্ষে লরা উলভার্টের টানা দুই সেঞ্চুরির ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। আর টি-টোয়েন্টি বোলারদের মধ্যে প্রথমবার চূড়ায় উঠেছেন ভারতের দীপ্তি শর্মা।
মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। উলভার্ট ও দীপ্তি দুইজনই এক ধাপ করে এগিয়েছেন।আইরিশদের বিপক্ষে গত মঙ্গলবার ১২৪ রানের ইনিংস খেলেন উলভার্ট। আর শুক্রবার ঠিক ১০০ রান করে অপরাজিত ছিলেন তিনি। এই দুই ইনিংসের সৌজন্যে ভারতের স্মৃতি মান্ধানাকে সরিয়ে সিংহাসনে ফিরলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
ওয়ানডে ব্যাটারদের তালিকায় প্রথম ১৫ স্থানে আর কোনো পরিবর্তন আসেনি। বোলারদের তালিকায় আগের মতোই শীর্ষে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ এক ধাপ নিচে নেমে যাওয়ায় দুইয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিংস।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি সবার ওপরে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। এখানে ক্যাপের এক ধাপ অবনমনে দুইয়ে এখন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২০ রান দিয়ে এক শিকার ধরেন দীপ্তি। এতেই অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে সরিয়ে চূড়ায় উঠে যান তিনি। গত অগাস্ট থেকে শীর্ষে ছিলেন সাদারল্যান্ড।
ভারতের রেনুকা সিংয়ের তিন ধাপ অবনমনে এক ধাপ করে এগিয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শুট (১১তম), নিউ জিল্যান্ডের অ্যামিলিয়া কার (১২তম) ও বাংলাদেশের রাবেয়া খান (১২তম)।
টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে প্রথম আট স্থানে আসেনি বদল। আগের মতো শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি। লঙ্কানদের বিপক্ষে ভারতের ৮ উইকেটের জয়ে অপরাজিত ৬৯ রান করা জেমিমা রদ্রিগেস পাঁচ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন। তিনি আছেন নবম স্থানে।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
এমআর