অরিজিৎ সিং ও কোয়েলের প্রেমের গল্প বরাবরই কৌতূহলের জন্ম দিয়েছে। গানের জগতে অরিজিতের খ্যাতি আকাশছোঁয়া হলেও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি চিরকালই থেকেছেন নীরব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে দূরে রাখা এই গায়ক নিজের ভালোবাসার অধ্যায়টিও রেখেছেন আড়ালে। তাঁর স্ত্রী কোয়েলও একই রকম সহজ-সরল জীবনযাপনে বিশ্বাসী। আলোঝলমলে সাজ, প্রচারের আলো কিংবা ক্যামেরার সামনে কথা বলা কোনোটিতেই আগ্রহ নেই তাঁর।
এই নিভৃতচারী দম্পতির প্রেমকাহিনি আবার নতুন করে আলোচনায় এসেছে অরিজিতের একটি পুরনো সাক্ষাৎকার ঘিরে। সেই সাক্ষাৎকারের অংশ সম্প্রতি ছড়িয়ে পড়েছে, যেখানে প্রথম প্রপোজের প্রশ্নে খানিক লজ্জা পেয়েই অরিজিৎ স্বীকার করেন, প্রস্তাবটা তিনিই দিয়েছিলেন। গান গেয়ে নয়, একেবারেই সাধারণভাবে। কারণ সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি বা অস্পষ্টতা রাখতে চাননি তিনি। তাঁর কথায়, কনফিউশন তাঁর পছন্দ নয়।
অরিজিৎ ও কোয়েলের পরিচয় নতুন নয়। ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন তাঁরা। একসঙ্গে পড়াশোনা করেছেন, বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে গড়ে উঠেছে প্রেম। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। অরিজিতের এটি দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম দাম্পত্যজীবন নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে কথা বলেননি। কোয়েলও এর আগে বিবাহিত ছিলেন। প্রথম সংসার ভেঙে যাওয়ার পর তাঁর একটি পুত্রসন্তান রয়েছে, যে বর্তমানে অরিজিৎ ও কোয়েলের সঙ্গেই থাকে।
শোনা যায়, দুই হাজার চৌদ্দ সালে তারাপীঠ মন্দিরে অত্যন্ত গোপনে বিয়ে করেছিলেন অরিজিৎ ও কোয়েল। সেই আয়োজনে ইন্ডাস্ট্রি থেকে একমাত্র উপস্থিত ছিলেন সুরকার প্রীতম, যিনি অরিজিতের দীর্ঘদিনের পথপ্রদর্শক হিসেবেই পরিচিত। যদিও এই তথ্য কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, লোকমুখে শোনা গল্প হিসেবেই এতদিন প্রচলিত।
মুর্শিদাবাদে একসঙ্গে বড় হয়ে ওঠা এই দুই মানুষের জীবন আজও একই ছন্দে বাঁধা। প্রচারের বাইরে, ক্যামেরার আলো এড়িয়ে, নিঃশব্দেই নিজেদের ভালোবাসার গল্প বুনে চলেছেন অরিজিৎ ও কোয়েল। গানের মতোই তাঁদের সম্পর্কও যেন শান্ত, গভীর আর সরল।
আরপি/এসএন