ঢাকা-রাজশাহী মহাসড়কে চলন্ত একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকে থাকা বাসাবাড়ির বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন কয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে বাসাবাড়ির মালামাল বোঝাই একটি ট্রাক রওনা দেয়। ট্রাকটি কয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ করেই ভেতরে থাকা মালামালে আগুন ধরে যায়। আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ট্রাকচালককে গাড়ি থামানোর সংকেত দেন। চালক সঙ্গে সঙ্গে ট্রাকটি থামান। পরে স্থানীয়দের সহযোগিতায় মহাসড়কের পাশের কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্প থেকে পানি এনে আগুন নেভানো হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ট্রাকে থাকা কিছু মালামাল পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রাকে থাকা আইপিএসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এসএস/এসএন