বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলছে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন। ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের আওতায় বোর্ডের রি-স্ট্রাকচারিং কার্যক্রম হাতে নিচ্ছে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। এরই মধ্যে সে লক্ষ্যে কাজও করেছে তারা।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল এক অনুষ্ঠান শেষে বুলবুল জানান, এ প্রক্রিয়ার অংশ হিসেবে মানবসম্পদ (এইচআর) বিভাগ থেকে একটি এক্সটারনাল এইচআর অডিট পরিচালনা করা হয়েছে এবং সেই অডিট রিপোর্টের ভিত্তিতে বিসিবির সামগ্রিক অর্গানোগ্রামে পরিবর্তন আনা হয়েছে। বিষয়টি আজ বুধবার হতে যাওয়া বোর্ড সভায় আলোচনা ও অনুমোদনের জন্য তোলা হবে। বোর্ড মিটিংয়ের আলোচনা তুলে ধরে তিনি বলেন, ‘বোর্ডের কিছু গুরুত্বপূর্ণ হেড পজিশনের জন্য আমরা এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, সেটাও বোর্ড মিটিংয়ে আলোচনা করা হবে।’
২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। জাতীয় নির্বাচন ঘিরে দেশের পরিস্থিতি কিছুটা অস্থিরতার মধ্যে আছে। এ ছাড়াও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট শেষ করতেও চ্যালেঞ্জ নিতে হবে বিসিবিকে। বিষয়টি ভালোই জানা প্রেসিডেন্ট বুলবুলের। তিনি জানান, আসন্ন বিপিএল বোর্ড সভার একটি বড় আলোচ্য বিষয়। পাশাপাশি আরও কিছু তুলনামূলক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু সভায় উঠে আসবে।
এদিকে সম্প্রতি বিসিবি পরিচালক আদনান রহমান দিপনের একটি মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেন, অতীতের বোর্ডের ১৫ বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তার সমান হয় গত ছয় মাসে! বিষয়টি অডিট হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। তবে অডিট সংক্রান্ত আলোচনার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বিসিবি প্রেসিডেন্ট জানান, ‘মন্তব্যটি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত (দিপনের)।
তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এটি তার নিজস্ব বক্তব্য। এ ধরনের কোনো নির্দিষ্ট অডিট বা কার্যক্রম আমরা ওই প্রেক্ষাপটে পরিচালনা করছি না।’ তবে তিনি স্বীকার করেন, বাংলাদেশ ক্রিকেটের গত ১৫ বছরের কার্যক্রম পর্যালোচনা করছে তার বোর্ড, ‘আমরা বর্তমানে একটি ট্রানজিশনের মধ্যে আছি। দীর্ঘদিন একটি নির্দিষ্ট সিস্টেমে চলার কারণে কিছু জায়গায় ঘাটতি ও প্রশ্ন তৈরি হয়েছে। যেসব জায়গায় কাজ করা দরকার বলে মনে হয়েছে, সেগুলোতে আমরা এখন ফোকাস করছি।’ কীসের অডিট হচ্ছে তা স্পষ্ট করে তিনি বলেন, ‘বিভিন্ন পিচের জন্য মাটি কেনার পরও সেই মাটির কোনো হদিস না পাওয়ার মতো বিষয়গুলো এখন খতিয়ে দেখা হচ্ছে।’
আরআই/টিএ