বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যা মানুষ নিজেই গড়ে তোলে। আত্মীয়তা যেখানে জন্মসূত্রে পাওয়া, সেখানে বন্ধু বেছে নেওয়া হয় নিজের মন দিয়ে। তাই সঠিক বন্ধু নির্বাচন করাও ভীষণ জরুরি। কখনও স্কুল-কলেজে, কখনও কর্মক্ষেত্রে এভাবেই জীবনের নানা পর্যায়ে তৈরি হয় বন্ধুত্ব। কিছু বন্ধু সময়ের সঙ্গে হারিয়ে যায়, আবার কিছু সম্পর্ক আজীবনের হয়ে ওঠে।
এমনই এক বন্ধুত্বের গল্প শোনালেন অভিনেত্রী মিশমি দাস। প্রিয় বন্ধু অন্বেষা হাজরার জন্মদিনে পুরনো দিনের একগুচ্ছ স্মৃতি ভাগ করে নিলেন তিনি। কখনও একসঙ্গে চা খেতে খেতে আড্ডা, কখনও আবার রিলে দুষ্টুমি এইভাবেই গড়ে উঠেছে তাঁদের সম্পর্ক।
বন্ধুর জন্মদিনে একটি আবেগঘন বার্তাও শেয়ার করেন মিশমি। তিনি লেখেন, “সব বন্ধুত্ব পরিবারের দ্বারা তৈরি হয় না। কিছু বন্ধুত্ব তৈরি হয় তখন, যখন মানুষ একা থাকতে শুরু করে। আমাদের সম্পর্ক এমন যে একে অপরকে বুঝতে সব সময় পাশে থাকতে হয় না। বছরের পর বছর দূরে থাকলেও আমরা একে অপরের মনের কথা ঠিক বুঝতে পারি। আমরা জানি, দু’জনের মনে কী রয়েছে। শুভ জন্মদিন, প্রিয় বন্ধু।”
মিশমির এই বার্তায় আপ্লুত অন্বেষাও। কমেন্ট বক্সে তিনি লেখেন, “তুই আমার ভালোবাসা। এখনও মনে পড়ে চিনির ফ্লোরে সোমরাজ আমায় বলেছিল নিস্মি তোকে খুব ভালোবাসে, তাই না? এত লাভ ইউ পোস্ট দেয়! আমি গর্ব করে বলেছিলাম, হ্যাঁ, ও আমাকে সত্যিই ভালোবাসে।”
আজকের দিনে যখন অনেক সময় প্রতিযোগিতার নিরিখে বন্ধুত্ব বিচার করা হয়, তখন মিশমি-অন্বেষার এই সম্পর্ক যেন অন্যরকম এক উদাহরণ। সব সময় পাশে না থেকেও বন্ধুর পাশে থাকার নামই তো সত্যিকারের বন্ধুত্ব নীরবে মনের কথা বোঝা, আনন্দে একসঙ্গে হাসা আর বন্ধুকে নিয়ে গর্ব করা।
আরপি/এসএন