সময়ের মুখোমুখি দাঁড়ালে মানুষের ভেতরের অচেনা শক্তির কথা আবার মনে করিয়ে দিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। একটি সংক্ষিপ্ত অথচ গভীর ভাবনার উক্তিতে বলিউডের শাহেনশা তুলে ধরলেন জীবনের লড়াই আর আত্মবিশ্বাসের দর্শন। তাঁর কথায়, প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত শক্তির ভাণ্ডার, যা জেগে ওঠে তখনই, যখন সময় সত্যিকারের পরীক্ষা নেয়।
অমিতাভ বচ্চনের এই বক্তব্য নতুন কিছু নয়, বরং তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকেই উঠে আসা এক উপলব্ধি। অভিনয়জীবনের উত্থান-পতন, ব্যক্তিগত জীবনের সংকট, গুরুতর অসুস্থতা সবকিছুর মধ্য দিয়েই তিনি বারবার প্রমাণ করেছেন, সংকটই মানুষকে নিজের আসল শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেই কারণেই তাঁর বলা প্রতিটি কথা আলাদা গুরুত্ব পায় অনুরাগীদের কাছে।
এই উক্তি প্রকাশ্যে আসার পর ফের আলোচনা শুরু হয়েছে অমিতাভের জীবনদর্শন নিয়ে। কঠিন সময়ে ভেঙে না পড়ে নিজের উপর ভরসা রাখার বার্তাই যেন তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন।
বিনোদনজগতের তারকা হয়েও জীবনের সার্বজনীন সত্যকে যেভাবে সহজ ভাষায় তুলে ধরেন অমিতাভ, তাতেই তিনি আলাদা। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি বহু মানুষের অনুপ্রেরণা হয়ে থাকেন।
আরপি/এসএন