সঙ্গীত জগতে সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়েছে পল্লব কীর্তনিয়ার ও লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে যুক্ত একটি ঘটনার কারণে। লগ্নজিতাকে হেনস্তার প্রতিবাদে সরব হওয়ায় পল্লব কীর্তনিয়ার শো বাতিল করা হয়েছে ভাতারের একটি বইমেলা কমিটির পক্ষ থেকে। পল্লব অভিযোগ করেছেন, শিল্পীর কণ্ঠরোধ করা হয়েছে।
পল্লব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ভাতারের বইমেলায় তিনি নির্বাচিত হলেও শেষ মুহূর্তে আয়োজকরা শো বাতিল করেছেন। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়। বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক মধুসূদন কোঁয়ার জানান, আর্থিক সমস্যার কারণে শো আয়োজন সম্ভব হয়নি।
ঘটনার পটভূমি হলো, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে লগ্নজিতা ‘জাগো মা’ গানটি গাইছিলেন। তখন স্কুলের মালিক মেহবুব মালিক মঞ্চে উঠে আপত্তি জানান, গানটি ধর্মনিরপেক্ষ হতে হবে। অভিযোগ ওঠে, তিনি শিল্পীকে হেনস্তা করার চেষ্টা করেন। পরে পুলিশি জটিলতা সৃষ্টি হয় এবং মেলায় শো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ঘটনায় সঙ্গীতাঙ্গনের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। পল্লবের দাবির সঙ্গে অনেকেই শিল্পীর স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি সমর্থন জানিয়েছেন।
আরপি/এসএন