দীর্ঘ সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে বাজিমাত করলেন রোহিত শর্মা। বুধবার জয়পুরে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে সিকিমের বিপক্ষে মাত্র ৬২ বলে ঝলমলে সেঞ্চুরি হাঁকান তিনি।

২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোহিত। চার-ছক্কায় সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন ‘হিটম্যান’।
এই শতক তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৩৭তম, এর মধ্যে ভারতের হয়ে ৩৩টি এবং ঘরোয়া ক্রিকেটে চারটি।
এটি রোহিতের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্রুততম শতকও। এর আগে দ্রুততম ছিল ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে করা সেঞ্চুরি। এই ইনিংসের মাধ্যমে তিনি ১৪ হাজার লিস্ট ‘এ’ রানের মাইলফলকের আরো কাছাকাছি পৌঁছে গেলেন।
জয়পুরের স্বামী মানসিং স্টেডিয়ামে রোহিতের ব্যাটিং দেখতে উপচে পড়ে দর্শক। প্রথম ছক্কার সঙ্গেই গ্যালারি গর্জে ওঠে। ধারণক্ষমতার বাইরে গিয়েও অতিরিক্ত স্ট্যান্ড খুলতে হয়, যেখানে আনুমানিক ১০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুম্বাইয়ের হয়ে এটি রোহিতের দ্বিতীয় লিস্ট ‘এ’ শতক, বিজয় হাজারেতে তার অভিষেকের ১৭ বছর পর।
সব মিলিয়ে ১৯ বছরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তিনি মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারেতে খেলেছেন ১৯টি ম্যাচ।
বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলা ৩৮ বছর বয়সী রোহিত সাম্প্রতিক পারফরম্যান্সে ফর্ম নিয়ে সব প্রশ্নের জবাব দিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের পর চার ইনিংসের মধ্যে তিনটিতেই তাঁর ব্যাট থেকে এসেছে পঞ্চাশের বেশি রান, যার মধ্যে সিডনিতে অপরাজিত ১২১ রানের ম্যাচজয়ী ইনিংসও রয়েছে।
এসকে/টিএ