বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর রাইডার্স। পারিশ্রমিকের অর্ধেক টাকা দিয়েছে একবারের চ্যাম্পিয়নরা।
আজ বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুশীলনর সময় নুরুল হাসান সোহান, লিটন দাসদের ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দেয় রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। বিপিএলের নিয়ম অনুযায়ী, তিন ধাপে ক্রিকটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেয় ফ্র্যাঞ্চাজিগুলো।
প্রথম ধাপে টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ দিতে হয়। এরপর টুর্নামেন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত আরো ৫০ শতাংশ দিতে হয়। আর বাকি ২৫ শতাংশ দিতে হয় বিপিএল শেষ হওয়ার এক মাসের মধ্যে। তবে প্রথম ধাপে রংপুর ২৫ শতাংশ নয়, ৫০ শতাংশ দিয়েছে।
তবে প্রতিবারই বিপিএল শুরু হলে পারিশ্রমিক নিয়ে ঝামেলা দেখা যায়। সর্বশেষ আসরে যেমন পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছিল। রংপুর অবশ্য প্রতি আসরেই খেলোয়াড়দের পারিশ্রমিকসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেই সুনামের সঙ্গে দল পরিচালনা করে আসছে। সেই প্রশংসাও ঝড়ল খুশদিল শাহর কণ্ঠে, ‘রংপুর রাইডার্সের ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো, আল্লাহর কাছে শুকরিয়া।’
আগামী ২৬ ডিসেম্বর থেকে দ্বাদশ বিপিএল শুরু হবে। সিলেটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স-রাজশাহী ওয়ারিয়র্স। রাতে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আইকে/টিএ