আক্রমণভাগ আরও একটু শক্তিশালী করতে চাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। দোকু, আর্লিং হল্যান্ডদের সঙ্গে এবার আক্রমণভাগে বোর্নমাউথের উইঙ্গার অ্যান্টোয়ান সেমেনিয়োকে যুক্ত করতে চাচ্ছে সিটিজেনরা। ইএসপিএনের এই খবর যদি সত্যি হয়, তাহলে মাসখানেকের মধ্যেই সিটিতে যোগ দিতে পারেন ঘানার এই ফুটবলার।
ইএসপিএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ঘানা জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচ খেলা সেমেনিয়ো নাকি ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে আগ্রহী। কিন্তু সিটি ছাড়াও আরও কয়েকটি ক্লাব তাকে দলে পেতে চেষ্টা করছে বলে গুঞ্জন রয়েছে। আরও শোনা যাচ্ছে, ক্লাবগুলো নাকি তার বাই-আউট ক্লজের সাড়ে ৬ কোটি পাউন্ড দিতেও প্রস্তুত।
আগামী জানুয়ারিতেই বোর্নমাউথ ছাড়তে পারেন সেমেনিয়ো। ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, আর্সেনাল, লিভারপুলের আগ্রহ রয়েছে সেমেনিয়োর প্রতি। এমনটাই জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
গোলডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সেমেনিয়োকে দলে নিতে হলে সিটিকে লড়াই করতে হবে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে।
বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, সেমেনিয়ো যদি সত্যিই সিটিতে যোগ দেয়, তাহলে জানুয়ারির উইন্ডোতে সবচেয়ে বড় ট্রান্সফার হতে চলেছে এটি। ম্যানচেস্টার সিটি এখন সেমেনিয়োর সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চোর চেষ্টা চালাচ্ছে। তবে ইউনাইটেড ও লিভারপুলও নাকি তাকে দলে নেওয়ার দৌড়ে টিকে আছে।
বিবিসি স্পোর্টসের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, ৬৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজটি জানুয়ারির প্রথম ১০ দিনের জন্য সক্রিয় থাকবে। তাই সেমেনিয়োকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কোন দলে যেতে চান।
চলতি মৌসুমে দারুণ সময় পার করছেন সেমেনিয়ো। এবারের প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে ব্রিস্টল সিটি থেকে বোর্নমাউথে যোগ দেন সেমেনিয়ো। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১০৬ ম্যাচ খেলে ৩০ গোল করেছেন এই ফুটবলার।
এসকে/টিএ