ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের পুত্রসন্তান গত ৭ নভেম্বর ভূমিষ্ঠ হওয়ার পর তাদের জীবন এসেছে নতুন রূপে। সন্তানকে নিয়ে রাতদিন কাটছে ক্যাটরিনা, যার কারণে নায়িকাসুলভ জেল্লা ও চেহারায় খানিকটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। ওজনও কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত ভিকি কৌশল জানিয়েছেন, “প্রতিটা দিন নতুন অনুভূতি নিয়ে আসে। যা আগে কখনও হয়নি। এটা এমন এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। যখন আমি এখানে উপস্থিত থাকি, মনে হয় যেন কিছু পিছন থেকে আমাকে টানছে। পুরো জগৎই বদলে যায়। আমাদের সন্তানই এখন মধ্যমণি।”
ছেলের জন্মের পর থেকে ভিকি মুম্বই ছাড়েননি এবং পুরো সময়টা স্ত্রী ও সন্তানকে দিয়েই কাটাচ্ছেন। বিশেষভাবে, তার জন্মমাসে সন্তান হওয়ার কারণে এই সময়টি কৌশল পরিবারে আরও বিশেষ হয়ে উঠেছে।
এমকে/টিএ