‘সইয়ারা’ ছবির খ্যাতি পেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন অহান পাণ্ডে। ছবি মুক্তির পর বহু মহিলার কাছ থেকে প্রেম ও বিয়ের প্রস্তাব পান তিনি। এই এতটাই প্রশংসা ও জনপ্রিয়তা পেয়ে তার মা ডিয়ান পাণ্ডে বলেন, “পুত্র এত ভালবাসা পাচ্ছে দেখে আমরা গর্বিত হলেও, একই সঙ্গে কিছু ঘটনা ভয়ঙ্করও।”
ডিয়ান পাণ্ডে জানান, সম্প্রতি তাদের একটি রক্তে লেখা চিঠি পেয়েছিলেন, যা দেখে তাঁরা স্তম্ভিত হয়ে যান। তিনি বলেন, “আমরা ভয় পেয়ে যাই। চিঠির উত্তরে তাদের অনুরোধ করি, এমন কিছু করা থেকে বিরত থাকুন। মুগ্ধতা প্রকাশের এ ধরনের ধরন অত্যন্ত ক্ষতিকর।”
২৩ ডিসেম্বর অহানের ২৮তম জন্মদিনে মা তার গর্ব ও ভালোবাসা প্রকাশ করেন। সেই সঙ্গে শুভেচ্ছাবার্তা আসে ছবির নায়িকা অনীত পড্ডার কাছ থেকেও।
এমকে/টিএ