সৌন্দর্য নিয়ে বলিউডে চর্চা নতুন নয়। ঠোঁট, নাক কিংবা চিবুকের গড়ন বদলানো নিয়ে আজকাল প্রকাশ্যেই কথা বলেন অভিনেত্রীরা। তবে মাধুরী দীক্ষিত মনে করেন, নিজের স্বাভাবিক রূপকে গ্রহণ করাই সবচেয়ে জরুরি।
সম্প্রতি তিনি স্মরণ করেছেন অভিনয়জীবনের শুরুর দিকের এক কঠিন সময়ের কথা। ‘তেজ়াব’ মুক্তির আগে তাঁর নাক ও ঠোঁটের গড়ন নিয়ে নানা কটু মন্তব্য শুনতে হয়েছিল। সেই কথাগুলি তাঁকে ভীষণভাবে ভেঙে দিয়েছিল। তখন মাধুরীর পাশে দাঁড়িয়েছিলেন তাঁর মা। মেয়েকে তিনি বলেছিলেন, একটি ছবি সফল হলেই সব সমালোচনা থেমে যাবে। ঠিক সেটাই হয়েছিল।
‘তেজ়াব’ মুক্তির পর ছবির সাফল্যের সঙ্গে সঙ্গে বদলে যায় দৃষ্টিভঙ্গি। আর কোনও প্রশ্ন ওঠেনি তাঁর গড়ন নিয়ে। সেই অভিজ্ঞতা থেকেই মাধুরীর বার্তা, ভাল কাজই সব উত্তর দেয়। আলাদা হওয়াই শক্তি, সেটাকেই আগলে রাখা উচিত।
এমকে/টিএ