বিপিএলে এবার তারকায় ঠাসা দল সাজিয়েছে রংপুর রাইডার্স। দেশি ক্রিকেটারদের পাশাপাশি আছেন বিদেশি হেভিওয়েট ক্রিকেটারও। সেই বিদেশিদের একজন খুশদিল শাহ, যিনি আলাদা করে প্রশংসায় ভাসালেন দলের দুই পেসার নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানকে।

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের অন্যতম কারিগর ছিলেন নাহিদ। সেই সিরিজের পর থেকেই বিশ্ব ক্রিকেটে পরিচিতি বাড়ে তার। এবার সেই নাহিদের জন্য দোয়া করে দিলেন খুশদিল।
তিনি বলেন, 'নাহিদ রানা খুব টেলেন্টেড প্লেয়ার। খুব হার্ড ওয়ার্কার। আশা করি সে ভালো করবে। ওর জন্য আমার দোয়া থাকল। বাংলাদেশের হয়েও যেন ভালো খেলে।'
শুধু নাহিদ নন, সতীর্থ মুস্তাফিজুর রহমানেরও প্রশংসা করেছেন খুশদিল। তিনি বলেন, 'মুস্তাফিজ খুব অভিজ্ঞ খেলোয়াড়। টি-টোয়েন্টিতে, সাদা বলে ভেরিয়েশন সহকারে বল করে। খুব ভালো ক্রিকেটার।'
এ সময় দল নিয়ে সন্তুষ্টি জানান পাকিস্তানি এই তারকা, 'প্রতিটি দলই ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে। এবার আমাদের যে দল, পূর্ণ আস্থা আছে।'
দলের প্রতি নিবেদনের কথা প্রকাশ করে বলেন, 'আমি যেখানেই খেলি আমার লক্ষ্য একটাই। আমি যে পজিশনে ব্যাট করি, এটা একটু কঠিন। যেখানেই খেলি যে দলের হয়ে খেলি, মানিয়ে নিয়ে সেরাটা খেলাই আমার লক্ষ্য। ক্লাব ক্রিকেট হোক, লিগ হোক, ডমেস্টিক বা ইন্টারন্যাশনাল। পারফর্ম করাই আমার একমাত্র লক্ষ্য। সুযোগ মিললে এখানেও দলের জন্য অবদান রাখতে চাই।'
এসকে/ টিকে