স্প্যানিস ক্লাব বার্সেলোনার সাবেক ডিফেন্ডার অস্কার মিনগুয়েজাকে দলে ভেড়াতে আগ্রহী ইংলিশ ক্লাব লিভারপুল। স্পেনের আরেক ক্লাব সেল্টা ভিগোর সঙ্গে বর্তমান চুক্তির মেয়াাদ আগামী গ্রীষ্মে শেষ হতে যাচ্ছে ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারের।
গত মৌসুমের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল বেশ কিছুদিন ধরেই ডিফেন্সে চোট সমস্যায় ভুগছে। জেরেমি ফ্রিমপং ও কনর ব্র্যাডলি ইনজুরিতে পড়েছেন, আর গ্রীষ্মকালীন সাইনিং জিওভানি লেওনি এসিএল চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।
গত গ্রীষ্মকালীন দলবদলের সময় মার্ক গুয়েহিকে দলে নেয়ার চেষ্টা করেছিল লিভারপুল। কিন্তু চুক্তিটি শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি। কারণ ক্রিস্টাল প্যালেস তাদের অধিনায়কের বিকল্প খেলোয়াড় সই করাতে ব্যর্থ হয়েছিল। ফলে গুয়েহি ক্রিস্টাল প্যালেসেই থেকে যান।
আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুল মিনগুয়েজাকে দলে নিতে আগ্রহী এবং জানুয়ারিতে প্রি-কন্ট্রাক্ট চুক্তির মাধ্যমে তাকে সই করাতে চায়, যাতে সেল্টার সাথে তার চুক্তির মেয়াদ গ্রীষ্মে শেষ হতেই ফ্রি এজেন্টে হিসেবে দলে যোগ দিতে পারেন।
২৬ বছর বয়সী মিনগুয়েজা বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ার খেলোয়াড়। বার্সার হয়ে ৬৬ ম্যাচে তিনি দুটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন। ২০২২ সালে তিনি সেল্টা ভিগোতে যোগ দেন, যেখানে এখন পর্যন্ত ১২০ ম্যাচে সাতটি গোল ও ১২টি অ্যাসিস্ট করেছেন।
সেল্টা ভিগোর হয়ে তিনি মূলত ফুলব্যাক হিসেবে খেলেন, তবে সেন্টার-ব্যাক হিসেবেও খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া স্পেন জাতীয় দলের হয়ে চারবার মাঠে নেমেছেন তিনি। অন্যদিকে লিভারপুলের নজড়ে থাকা মার্ক গুয়েহিকেও ফ্রি এজেন্ট হিসেবে দলে নিতে আগ্রহী বার্সেলোনা।
এসকে/টিকে